নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যামালতি

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

সন্ধ্যামালতি



- রাহাগীর মনসুর





জানালার ধারে ঘাসফড়িংটা শুয়ে রোদ্দুর পোহাচ্ছে ,

সিকি দূরের আমের মূকুলে হলুদ ছায়া ,

ঝকঝকে ধুয়ে শুকুতে দেয়া আকাশে মেঘ নাই ,

গত রাতে ঘুমুতে পারিনি ,

চোখের নিচে ৫ ফুট ৪ ইঞ্চির তোমাকে নিয়ে কি ঘুমানো যায়?

আজকাল চশমা পরিনে,আজ পরব ,

ঘিয়ে পাঞ্জাবিটা চুরি গেছে ;

চুরি গেছে হাতের কাছটাও ,

যেখানে তুমি তোমার নাম সুতোয় শিলিয়েছিলে সেখানটাও।



জগলুল ফুলের দোকানদার,ওকে বলে দিয়েছি

সন্ধ্যামালতির কথা

জানি, সন্ধ্যামালতি দেখে তুমি হাসবে

হয়তো ভ্রুর মাঝের তিলটাকে খেলিয়ে বলবে

''ভূলোদাস ঠাকুরের তাহলে মনে আছে'

আমি কিছু বলবনা,শুধু চেয়ে চেয়ে তোমার হাসি দেখব

তোমার দেয়া ঘড়িটা পরিনি বলে

রাগ করবে জানি ,

হয়তো মুখ ঘুরিয়ে বসে সময় জানতে চাইবে,

জানি, জানতে চাইবে আর কি আনলাম ,

এখন মাইনে পাইনি ,

তবুও,সাথে করে নিয়ে যাওয়া নুপুরখানি

তোমায় পরিয়ে দেব ।



জানি, ব্যকুল কণ্ঠে বলবে,

দেরী করলা কেন ?

এ কথা শুনতে যে দেরী করি, সে কথা তুমি বুঝবে না,

হয়তো টোল পড়া হাসিটাকে ছুটি দেবে ,

রাগকমানীয়া গান শোনার আশায় ,

এরই মধ্যে রোদ পড়ে যাবে

সন্ধ্যা হয়ে আসবে ,

জানি,কথা আদায় না করে তুমি ,

ছাড়বে না ,

তাই সন্ধ্যামালতি ,

তোমার বুকের উপর রেখে

পথ ধরব ফিরে আসার ইচছে নিয়ে

তোমার ৩য় মৃত্যবাষিকীত।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

বাংলার পাই বলেছেন: চমৎকার++++++++

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: + প্রিয়তে ।

শেষ দু' লাইনে দুটো বানান ভুল উঠেছে ।

ভালো থাকবেন :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০১

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা পড়লাম। মন ছুঁয়ে গেল।


দেরী করলা কেন ? এখানে "করলে" দিলে কেমন হয়?

শুভ রাত্রি!

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০১

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.