নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

তোমার লাল হয়ে যাওয়া ও একটি ওয়েস্টবিন

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪



রাহাগীর মনসুর



আমি বাকশুন্য হই,

যখন তুমি ভেজা কাপড় শুকতে দাও

পত পত করে উড়তে থাকে

তোমার ওড়না _,

লাল হয়ে যাও, আমায় দেখে

আমিও রোজ ছাদে আসি

কাপড় শুকতে_,

কিছু শুকনোর না থাকলে

পরনের টি শার্ট ধুয়ে ফেলি_।



যাই হোক,

কাপড় ধোয়া শিখলাম

শিখলাম বাগান করা

শিখলাম লাল রঙটা কতটা ভালোবাসা জানায়_।



যে দিন বৃষ্টি হয়

আমার মন খারাপ হয়

সে দিন ঘরের ওয়েস্টবিনটা শেষ ভরসা

কখন,রুস্তম ময়লা নিতে আসবে

ভেবে ভেবে বয়স বেড়ে যায়

দু হাটু এক করে বসে থাকি_,

কল বেলের শব্দ শোনার জন্য_।



তোমার হাসলে টোল পড়ে

লজ্জা পেলেও টোল পড়া উচিৎ_



তুমি প্রতি ভোরে গলা সাধো

আমাই এসাইনমেন্ত মিস করি

মিস করি ক্লাস

রুটিন পণ্ড করে

তুমি গলা সেধে যাও_।



মুখোমুখি দরজা

আমার ক্রনিক ব্যথার মতো

একটা চিন্তাই ঘোরে

কখন তুমি দরজা খুলবে

ওয়েস্টবিনটা খালি করতে_।



ভেবে ভেবে আমার বয়স বেড়ে চলছে

চোখের নিচে কালি পড়েছে

আর তুমি,

তুমি শুধু লজ্জা পেয়েই যাচ্ছো _।

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা ।

শুভেচ্ছা :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: কাপড় ধোয়া শিখলাম
শিখলাম বাগান করা
শিখলাম লাল রঙটা কতটা ভালোবাসা জানায়_।




গুড কারেজ!! ;)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১২

নীলাবতীর নীল মেঘ বলেছেন: :) :)

ভেবে ভেবে বয়স বেড়ে যায় ...... :) :)

ভালো লাগছে ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগলো। ++

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

দুখাই রাজ বলেছেন: ভেবে ভেবে আমার বয়স বেড়ে চলছে
চোখের নিচে কালি পড়েছে
আর তুমি,
তুমি শুধু লজ্জা পেয়েই যাচ্ছো _। +++++

শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ দুখাই রাজ

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক কথায় চমৎকার । এখনো আমার কানে বাজছে ---------

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

রাহাগীর মনসুর বলেছেন: অনেক সাহস দিলেন

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০০

আমিনুর রহমান বলেছেন:




দারুন তো :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

এসাইনমেন্ত = এসাইনমেন্ট হবে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: দারুন লাগলো । কবির বয়সের সাথে মেয়েটির লজ্জাও পাল্লা দিয়ে বাড়তে দেখে ক্ষাণিকটা দীর্ঘশ্বাসও রেখে গেলাম ।

শুভ কামনা ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

রাহাগীর মনসুর বলেছেন: আমার এখানে দোষ নেই ভাই

ধন্যবাদ

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

বাংলার পাই বলেছেন: ভেবে ভেবে আমার বয়স বেড়ে চলছে
চোখের নিচে কালি পড়েছে
আর তুমি,
তুমি শুধু লজ্জা পেয়েই যাচ্ছো _---------------------চমৎকার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৫

রাহাগীর মনসুর বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.