নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

পদার্থ বিদ্যা ও পরবর্তী ইতিহাস

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

মানুষ চাপা খেলে মারা যায়
পদার্থ বিদ্যা
তাই বলে ।
প্রথম যখন আমার উপর দিয়ে
আস্ত ট্রাক
চলে গেলো
আমি বহাল তবিওতে বেঁচে যাই
এরপর দিন গেলো
মুহূর্ত গেলো পলকহীন

পরে দেখা টি এস সির মোড়ে
আস্ত টয়োটা
চাপা দিয়ে গেলো
তবুও বেচে যাই বহাল তবিয়তে...

ভাবলাম কদাচিৎ এমন ঘটে
এরপর দিন গেলো
মুহূর্ত গেলো
সূর্য নিভে গেলো ,রাত জেগে উঠলো
আমি ভয় পাইনি
চাপা খেয়ে
খানিটা হয়তো চেপে গেছি
তাতে কি ?

মা বলল ,শুকিয়ে গেছি
বন বলল ,বুড়িয়ে গেছি
বন্ধুরা , ভাবলেশহীন ।


ভাবলাম কদাচিৎ এমন ঘটে_

এরপর_
এরপর মুখমুখি ১২ ই ফাল্গুন
চেষ্টা চরিত করে পাওয়া ফোন নাম্বার
কয়েক রাতের জেগে থাকা
বিফলে গেলো _।

জানি ,
ইতিহাসে আমার নাম লেখা থাকবে না
থাকবে না কোন মুরাল
অথবা সড়কের নাম
কোন চিরসবুজ বৃক্ষের উদ্যান

বুকের উপর চাকার দাগ
ঠিক থেকে যাবে
অনেকটা জীবন্ত অনেকটা গাড় ।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: বুকের উপর চাকার দাগ
ঠিক থেকে যাবে
অনেকটা জীবন্ত অনেকটা গাড় ।

সুন্দর +

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৭

রাহাগীর মনসুর বলেছেন: এমন ভাবে সব সময় আপনাকে যেন পাই

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্লগে প্রতিদিন অনেকের কবিতা পড়ি। তবে কিছু কিছু কবিতা আছে যার স্বাদ অন্যরকম যা অন্তর ছুয়ে যায়। আর এই টাইপের কবিতা খুব কম পাওয়া যায়। আজকে অনেকদিন পরে আপনার কবিতা পরে সেই স্বাদ পেলাম। ধন্যবাদ আপনাকে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ
সাথে থাকবেন আশা করি

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

এম এ কাশেম বলেছেন: এমনই ট্রাক চাপা পরতে মুঞ্চায়।

শুভ কামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

রাহাগীর মনসুর বলেছেন: শুভ কামনা রইলো

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৩য় ভালোলাগা +

বুকের উপর চাকার দাগ
ঠিক থেকে যাবে
অনেকটা জীবন্ত অনেকটা গাড় ।

ভালো থাকবেন ভ্রাতা :)

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ব্যতিক্রমী কবিতা । পড়ে ভাল লাগল । :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.