নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্যঃ১

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৬


*
মানুষ
এক
পথ হারানো পথিক
যার পথ
কখোনো তার নয়
কখনো তার ছিলো না
কখনো তার হবে না.........



১।

তুমি কালবোশেখী ঝড়
বলেই_
মন আনচান করে
বুকে বাজে ,
আম কুড়ানোর মতো সুখ ।

২।

অধরা থেকে যায় তোর মুখ
হাসি
জমিয়ে রাখা
ম্লাণ ভোর
কিছু উদার মেঘ
শুকনো রুটি হয়ে যায় বাসি ।

৩।

কেন যে তোকে ভালোবাসি ?
কেন যে তোকে ভালোবাসি ............!

তোরই হেটে যাওয়া পথে .........নিজেই উত্তর খুঁজি ।


*
পথে নামলেই কি পথিক হওয়া যায় ?
রঙ মেখে
সং সেজে
শুচারু পরিকল্পনা মতো
না কি ,
নছিবে লিখা থাকে ?







৪।
কেন যে তোকে ভালোবাসি ?
কেন যে তোকে ভালোবাসি ............!

তোরই হেটে যাওয়া পথে .........নিজেই উত্তর খুঁজি ।


৫।

আমি না হয়
ভুল করেছি ,
ডুব মেরেছি.....
তোমার গাং এর অথৈ জলে
ডুব সাতারে ..... অথৈ জলে
ডুব মেরেছি.... ডুবে মরছি _


তোমার গাং এর অথৈ জলে ।


৬।

তুমি যদি স্কুল টিচার হও
তবে ,আমি আদু ভাই হব


৭।

প্রতি চালে টেক্কা কোথায় পাও ,মেয়ে
আমি তো চিরাতন দিয়ে ঘর সাজাই.........


৮।


ভালোবেসে ছিলাম তোমাকে আর এক বহতা নদী
সামান্য বৃষ্টিতে অসন্তুষ্ট হলে,
পাশ কাটিয়ে চলে গেলে ,
নদীটিও আমায় ভুল বুঝলো
পাশ কাটিয়ে চলে গেলে ,
ভাঙন বুকে দিয়ে ।


৯।


সখী দূরে যাব বলেই তো
বারবার কাছে আসি
ভুলে যাব বলেই তো
এত ভালোবাসা-বাসি ।


১০।


তুমি ছিলে সর্বনাশী সাইক্লোন
আমি ছিলাম হারু মাঝি
ফলাফল,
যা হবার তাই হলো
আমি নৌকা হারালাম
আমার সাধের নৌকা ।


১১।
কেন এমন ভাল লাগে না
শীতের রাতে
একলা ছাদে
জড়সড় মেঘের পিছে
এক ফালি চাঁদ
ভাল লাগে না



১২।

মানবতা থেকেই কি মানুষের জন্ম?
না কি
ভালোবাসা হতে............


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

নুরএমডিচৌধূরী বলেছেন:
সখী দূরে যাব বলেই তো
বারবার কাছে আসি
ভুলে যাব বলেই তো
এত ভালোবাসা-বাসি । :-P :-P :-P :-P :-P

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

নুরএমডিচৌধূরী বলেছেন:

অধরা থেকে যায় তোর মুখ
হাসি
জমিয়ে রাখা
ম্লাণ ভোর
কিছু উদার মেঘ
শুকনো রুটি হয়ে যায় বা :-P X( X((

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

আমিনুর রহমান বলেছেন:



ভালো +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা ++++++
সবগুলোই ভালো হয়েছে ।


ভালো থাকবেন :)

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০

রাহাগীর মনসুর বলেছেন: ভালো হাকুন

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭

বৃতি বলেছেন: ভালো লাগলো অণুকাব্যগুলো।

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯

রাহাগীর মনসুর বলেছেন: ভালো ঠাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.