নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাহাগীর মনসুর এর কবিতার পাতা

কবিতা হয়তো দর্শন নয়তো হেয়ালি "

রাহাগীর মনসুর

আমার প্রথম কাব্য গ্রন্থ "তুমি অথবা তুমি" র কিছু কবিতা আমি আপনাদের সাথে শেয়ার করব...

রাহাগীর মনসুর › বিস্তারিত পোস্টঃ

বহুদিন

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪

বহুদিন

- রাহাগীর মনসুর



মেঘের পানে চেয়ে
বৃষ্টির গান শুনিনা বহুদিন
ঘাসফড়িং চোখে সবুজের ছোয়া
পাইনি বহুদিন

কিঞ্চিৎকর সময়ের জন্য স্মৃতির
চর্বণে নিষ্পেষিত হয় না
আমার মস্তিষ্ক চোয়াল

কাঁচা পাকা সুন্দর স্বপ্নগুলো
ঘুমের ময়দানে এক্কাত হয়নি বহুদিন

একলা দুপুরে ঝিমিয়ে ঝিমিয়ে
অশ্বত্থের শাখায় বসা কোকিলের
ডাক গুনিনি বহুদিন

অথবা সবুজের ময়দানে শুয়ে
তোমায় নিয়ে ,কাব্য রচনা করিনি বহুদিন

কোনো ধূসর বিকেলে ডুবন্ত সূর্যকে সামনে রেখে
তোমাতে চুমুক দেইনি বহুদিন

বহুদিন পরে যখন জোছনা উঠে
সবার মত জোছনা ছোয় না আমায়
তুমি যখানে রেখে গেছ
সেখানেই আছি বহুদিন

শুধু আমার চোখের ভাষা তোমার সাথে চলে গেছে

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২

জুন বলেছেন: তুমি যখানে রেখে গেছ
সেখানেই আছি বহুদিন


খুব ভাল বলেছেন কথাটি রাহাগীর মনসুর
+

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

ইমিনা বলেছেন: তুমি যেখানে রেখে গেছ
সেখানেই আছি বহুদিন ...

আসলেই তাই। এভাবেই হয়তো স্মৃতি আকড়ে পড়ে থাকে কেউ। চলমান পৃথিবীতে কেউ কেউ হয়তো এভাবেই থেমে থাকে।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

রাহাগীর মনসুর বলেছেন: এমনি হয়

ভালো থাকুন

৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

দ্য ইলিউশনিস্ট বলেছেন: ভালো লাগলো।

০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৫

নুর ইসলাম রফিক বলেছেন: তুমি যেখানে রেখে গেছ
সেখানেই আছি বহুদিন ...


থমকে গেছে আমার জীবন দ্বারা.........

৫| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫২

রাহাগীর মনসুর বলেছেন: ভাল থাকুন

৬| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০

আল-মামুন জুয়েল (হিমু) বলেছেন: বহুদিন পরে যখন জোছনা উঠে
সবার মত জোছনা ছোয় না আমায়
তুমি যখানে রেখে গেছ
সেখানেই আছি বহুদিন
শুধু আমার চোখের ভাষা তোমার সাথে চলে গেছে.।.।.।।।অনেক সুন্দর লিখেছ রাহগির ।অনেক ভাল লাগলো ।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

রাহাগীর মনসুর বলেছেন: ভালো ঠাকো

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:০১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাললাগলো । :)

০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৮

রাহাগীর মনসুর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.