নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মূর্খের ব্লগ :)

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।

নিঃসঙ্গ

আমি রাহী জন্ম চট্টগ্রাম শহরে। আমার রক্তের গ্রুপ: এবি নেগেটিভ। বেড়ে ওঠা ঐ চট্টগ্রামেই, বিদেশ থেইক্কা দেশেই ভালো তাই বর্তমানে দেশেই আছি। কামলা দেই দেশের নামকরা একটা লোহা ফেক্টরিতে। কামডা মোটামোটি ভালোই, কোনমতে বউ পোলা নিয়া খাইয়া পইরা বাইচ্চা আছি। ২৭ মার্চ ২০১১ ইং তারিখে আমার পোলা জারীফ আইলো আমাগো কোলে। এখন অবসর সময়ে পোলার লগে খুট খাট আর হুট হাট করতে করতেই সময় পার হয়। আমার ই-মেইল এড্রেস Rahi10@জিমেইল.কম

নিঃসঙ্গ › বিস্তারিত পোস্টঃ

ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী...

১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

কাচা হাতের লিখা কথাও কোন ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন।



অনেক এর এই অনেক দিনের শখ নিজের একটা ওয়েব সাইট করার। আবার সেইটা থেকে টাকা কামানোর ইচ্ছাও জাগে মনে মনে তাইনা ??



আমার আজকের এই লিখা আপনাদের শখটাকে বাস্তবে রুপ দেয়ার জন্য।



প্রথমেই আসি ডমেইন নেম এর কথায় অনেক এর ক্রেডিট কার্ড না থাকায় .com .net .org ডমেইন নেয়ার ইচ্ছা থাকালেও নিতে পারতেছেন না। কারন .com .net .org ডমেইন এর জন্য বৎষরে ৮-১১ ডলার দিতে হয় যা কিনা paypal বা ক্রেডিট কার্ড দিয়ে pay করতে হয়। যেহুতু আমরা ফ্রীতে ডমেইন নিব সেহুতু এই অংশ বাদ।



ফ্রী সাবডমেইন যারা যারা দেয় তাদের মধ্যে co.cc আমার দেখা বেস্ট ফ্রী সাবডমেইন সাইন। যদিও এইটা ফ্রী সাবডমাইন কিন্তু কাজ করবে কেনা ডমেইন এর মতোই।



এই ডমেইন এর জন্য আপনাকে কি কি করতে হবে ??



Co.cc সাইট এ গিয়ে প্রথমে আপনার পছন্দের ডমেইনটা খুজে নিতে হবে।

সাইটটা ওপেন হইলেই দেখতে পাবেন সবার উপরে domain search এর অপশন আছে। http://www._________.co.cc আপনার নাম যদি হয় কামাল তাইলে খালি যায়গায় kamal লিখে check বাটনে Click করুন। যদি ডমেইনটা ফ্রী থাকে অন্যকেউ নিয়ে না নেয় তাহলে আপনি নিয়ে নেন। আর যদি অন্য কেউ নিয়ে থাকে তাহলে অন্য নামে check করে অন্যনামে নিতে পারবেন। www.co.cc তে sign up করে নিয়ে নিন আপনার ডমেইন http://www.kamal.co.cc আপাতত এইটুকুই। বাকি কাজ গুলো পরে করতে হবে।



ডমেইন এর ৮০% কাজ শেষ।



এইতো গেল সাইটএর নাম এর কাজ। সাইট এর ফাইল গুলো পেইজ গুলো কোথায় রাখবেন ??

এখন এমন অনেক free hosting সাইট আছে যারা আপনাকে ২০ GB জায়গা দিবে ফ্রীতে !! অবাক হবেন না এটাই সত্য। তবে আপনাকে তাদের TOS (Terms Of Service) পড়ে তাদের বেধে দেয়া নিয়ম গুলো মেনে সাইট বানাতে হবে।



hostsnake.com এতে আপনি যা পাবেন তাহলো

Free hosting account with 5gb of space and 10gb bandwidth.

987mb.com এতে আপনি পাবেন

20.987 Gb of free web space & 300.987 Gb bandwith.



এই hosting গুলোতে আপনার সাইটের ফাইল গুলো রাখতে পারবেন কোন রকম এডস, পপ আপ ব্যনার ছারা চাইলে আপনি আপনার এডস ব্যনার যুক্ত করতে পারবেন আপনার পেইজ গুলোয়।



ফাইল রাখার জন্য আপনাকে এই সাইটে Register করতে হবে। Registration করার জন্য আপনাকে ২ তা ধাপ অতিক্রম করতে হবে।



১ম ধাপে আপনি কি নামে আইডি খুলবেন পাসওয়ার্ড কি হবে আর একটি সচল মেইল আড্রেস। মেইল আড্রেসটি সচল না হলে আপনার একাউন্ট এক্টিভ করতে পারবেন না কারন ওরা আপনাকে একটি এক্টিভ লিংক মেইল করবে সেই লিংক থেকে আপনাকে ২য় ধাপে যেতে হবে।



২য় ধাপে নাম ঠিকানা ফোন নাম্বার এই সব দেয়া লাগে।

একে বারে নিচে এক্সট্রা ডমেইন নামে ফাকা যায়গা পাবেন ওই খানে আপনার registration ডমেইন টা দিবেন www দেয়ার দরকার নাই সুধু kamal.co.cc দিতে হবে। তারপরে submit বাটনে click করেন আপনার কাজ শেষ।

File Transfer Protocol (ftp) তে বা ফাইল ম্যনাজার দিয়ে আপনার সাইটের ফাইল গুলো আপলোড করে দিলেই হলো।



এইবার ডমেইন এর বাকি ২০% কাজ co.cc সাইটে my account এ লগিন করে Name server(DNS) এডিট করে দিতে হবে। যদি আপনার সাইট http://www.hostsnake.com এ হোস্ট করেন তাইলে Name server(DNS) হবে

Name Server1 : Ns1.hostsnake.com

Name Server2 : Ns2.hostsnake.com

আর যদি http://www.987mb.com এ হোস্ট করেন তাইলে Name server(DNS) হবে

Name Server1 : Ns1.987mb.com

Name Server2 : Ns2.987mb.com

Name server(DNS) আপডেট হতে সময় লাগে ২৪-৪৮ ঘন্টা।



আয় করুন Google Adsense এর মাধ্যমে............

এইটা নিয়ে অনেকেই অনেক লিখা লিখছে সময় করে পড়ে নিলে উপকারে আসবে।



আয় করুন Google Adsense এর মাধ্যমে লিখেছেন গাজী মো: সাইফুল ইসলাম এই রকম আরো অনেক লিখা আছে এখন মনে পরতেছে না :(



এর থেকে বেশি কিছু আমি জানি না তারপরেও যদি কথাও কোন কিছু জানার থাকে মন্তব্য ঘরে প্রশ্ন করলে আমি আমার সাধ্যমতো সাহায্য করব কথা দিলাম।



মন্তব্য ১৪৪ টি রেটিং +১৫৩/-১

মন্তব্য (১৪৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

একরামুল হক শামীম বলেছেন: ভালো।

১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই :)

২| ১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

মানুষ বলেছেন: ভাল পোষ্ট কিন্তু আমি এই সব জানি না

১৫ ই মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

নিঃসঙ্গ বলেছেন: আমিও জানতাম না গুতাইয়া গুতাইয়া এইটুকু শিখছি :(

৩| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:০১

সু-শান্ত বলেছেন: .cc is the Internet country code top-level domain (ccTLD) for Cocos (Keeling) Islands, an Australian territory. It is administered by VeriSign through a subsidiary company eNIC, which promotes it for international registration as "the next .com"; .cc was originally assigned October 1997 to eNIC Corporation of Seattle WA by the IANA.

So http://www.co.cc is the main domain and wht they are offering cant be named as domain. These are subdomain of http://www.co.cc.

Dont make people fool to present subdomain as domain.

Tnx.

১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩২

নিঃসঙ্গ বলেছেন: সাব ডমেইন লিখতে ভুল হইছে সরি :(

৪| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:১০

নেমেসিস বলেছেন: ভাইডি ফুল ফ্রি ডোমেইন কেউ দেয় না ।

১৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৮

নিঃসঙ্গ বলেছেন: ঐরকম কিছু এখনো পাই নাই পাইলে জানাবো।

৫| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৮

রিজভী বলেছেন: থ্যাংকস্ ফর দিস গুড পোস্ট।

+

১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩১

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ রিজভী ভাই । :)

৬| ১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৩

সাইফুর বলেছেন: গুড পোষ্ট..সো +

১৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩০

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই :)

৭| ২৫ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৬

নতুন পৃথিবী বলেছেন: ধন্যবাদ।

+

৮| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:২৩

নিঃসঙ্গ বলেছেন: নতুন পৃথিবী আপনাকে ও ধন্যবাদ।

৯| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:২৭

নাজিরুল হক বলেছেন: প্লাসাইলাম।

১০| ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

নিঃসঙ্গ বলেছেন: নাজিরুল ভাই ধন্যবাদ।

১১| ২৬ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

ভাস্কর চৌধুরী বলেছেন:
সবুজ জমিনে
লালের বারতা
চেতনায় জাগে
প্রিয় স্বাধীনতা....

১২| ২৬ শে মার্চ, ২০০৮ রাত ১০:২৮

কেএসআমীন বলেছেন: প্রিয় পোস্টে রাখলাম। ধন্যবাদ অনেক।

২৭ শে মার্চ, ২০০৮ রাত ১২:১১

নিঃসঙ্গ বলেছেন: আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ আমীন ভাই।

১৩| ০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:২০

ডেলফ বলেছেন: অনেক ধন্যবাদ রাহী ভাই ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০১

প্রচেত্য বলেছেন: খুব ভাল লাগল

১৫| ১০ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:৪৭

শাওন বলেছেন: জটিল । উপকারে দিবে মনে হচ্ছে । ধন্যবাদ :)

১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:১৫

নিঃসঙ্গ বলেছেন: শাওন আপনাকে ও ধন্যবাদ।

১৬| ১১ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:১৯

শেখ জলিল বলেছেন: দেখি একটু গুতোগুঁতি করে..

১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:২৩

নিঃসঙ্গ বলেছেন: জি শুরু করে দেন।

অন্য যারা সাইট করলেন এই খানে লিংক দিলে দেখতে পারতাম কে কি করলো :D


এই সাইটটা এই লিখা পরে আর একটু লাইভ সাপোর্ট দিয়ে করানো

http://www.ajaira.co.cc/forum/index.php

১৭| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:৩০

প্রবাস কন্ঠ বলেছেন: আপাতত প্রিয় পোস্টে রাখলাম, যদি সাকসেস হই তাহলে ধন্যবাদ দিব :)

১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৮

নিঃসঙ্গ বলেছেন: সাথে লিংকটা ও দিবেন ঘুরে আসবো আপনার সাইট থেকে :D

১৮| ১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০২

ভাইটামিন বদি বলেছেন: ভাল লাগছে....ধইন্যবাদ।।।।

১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৯

নিঃসঙ্গ বলেছেন: আপনাকে আমার বল্গে স্বাগতম।

১৯| ১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮

মিয়াভাই সিলটী বলেছেন: আপনে কি মাল্টিপ্লাই ইউজার রাহি?

১৪ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৯

নিঃসঙ্গ বলেছেন: জ্বি মিয়াভাই :)

২০| ১৪ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৯

প্রবাস কন্ঠ বলেছেন: উক্ত ওয়েব সাইটে আমি আমার নাম সাইন আপ করেছি, কিন্তু আমার ই-মেইল'এ এখোনো এক্টিবেশন কোড পাঠায় নাই /:)

১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২২

নিঃসঙ্গ বলেছেন: আপনি জিমেইলের আইডি ব্যবহার করে দেখেন।

২১| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৮

মাজুল হাসান বলেছেন: আমার একটা ছোট্ট উপকার করেন। কোনো পোস্ট কি করে প্রিয়তে রাখে আপাতত তাই জানান। প্লিজ

১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৫

নিঃসঙ্গ বলেছেন: আমার পোস্ট এর নিচে দেখেন [ চিঠির খাম - হলুদ তারা - প্রিন্টার ]

হলুদ তারাটাতে ক্লিক করেন তাইলেই হয়ে যাবে।

২২| ১৭ ই এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৮

প্রকৃত দেশপ্রেমিক বলেছেন: আমি ত ডোমেইন পাইলাম কিনতু ঐটাতে ফাইল আপলোড কেমনে করব

১৮ ই এপ্রিল, ২০০৮ ভোর ৪:১৭

নিঃসঙ্গ বলেছেন: ডোমেইনে আপলোড করতে পারবেন না করতে হবে ফ্রী হোস্টিং এর মধ্যে।

২৩| ১৮ ই এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫০

ইসানুর বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য। আমি আমার ওয়েব সাইট তৈরি করছি। ঘুরে আসুন আমার পারসোনাল ওয়েব সাইট থেকে। http://www.isanur.co.cc

আমি আরও একটা ওয়েব সাইট খুলছি যেটা আন্ডার কন্স্ট্রাকশন অবস্থায় আছে।

http://www.tablighjamaat.co.cc

১৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

নিঃসঙ্গ বলেছেন: মফিজুল হক ভাই আপনার সাইট দেখে খুব খুব ভালো লাগতেছে আমার লিখাটা ১জনের হইলেও কাজে লাগছে। :D

২৪| ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:৪১

ত্রিভুজ বলেছেন:
কাজের পোস্ট.....
http://www.trivuz.co.cc রিডারেক্ট করলাম...

+

২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ :)

২৫| ২০ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৫:০৭

যীশূ বলেছেন: ধুর, এখানেও তো টাকা চায়!

২০ শে এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২২

নিঃসঙ্গ বলেছেন: কি বলেন কেডা আবার টাকা চাইলো ??

২৬| ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:২৬

মুহিব বলেছেন: আমার নামে একটা করতে চাই। http://www.muhib.co.cc

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫২

নিঃসঙ্গ বলেছেন: করে ফেলেন জলদি আগে দেখেন ডমেইন টা ফ্রী আছে কিনা।

২৭| ২২ শে এপ্রিল, ২০০৮ সকাল ১১:৫১

যীশূ বলেছেন: ঢুকছিলাম আপনার দেয়া address অনুযায়ী। লাভ হয় নাই। আমার পছন্দের ডমিন পাইছি। কিন্তু মাসিক ফি চায়, ১৩ ডলার বছরে।

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০০

নিঃসঙ্গ বলেছেন: যীশূ ভাই ওরা অনেক ডমেইন বিক্রির জন্য রেখে দিছে আপনারটা হয়তো ঐগুলার মধ্যে পরছে :)

২৮| ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০০

রিফাত বলেছেন: আরো কত গুলা ডোমেইন কোম্পানী আছে যেম ন http://www.smartdots.com, http://www.joynic.com, http://www.euronic.com ইত্যাদি......

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫০

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ :)

২৯| ২২ শে এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০৬

আবদুল হাই বলেছেন: আমি co.cc তে ডোমেইন করে 987mb.com এ হোস্টিং করেছি একদিন আগে, এখন আমি আমার সাইটে (http://www.abdulhay.co.cc) প্রবেশ করলে আমাকে নিম্নোক্ত মেসেজ দিচ্ছে।

If you can see this, your account has been successfully created.
You may now add content to this directory and replace this page.
You are solely responsible for the contents of your site.
Any inappropriate sites will be deleted with no warning.

Thank you for using our services.
তাছাড়া ফাইল আপডেট এর ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারছি না।
এখন আমি কি করতে পারি বিস্তারিত দয়া করে বলবেন কি?

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৫৮

নিঃসঙ্গ বলেছেন: আপনি এখন ফন্টপেইজ বা ওয়েব পেইজ মেকার দিয়ে আপনার পেইজ গুলো বানাইয়া ঐ পেইজ ইমেজ আর যা ফাইল আছে সব গুলো 987mb.com এর মধ্যে আপলোড করে দেন :)

987mb.com গিয়ে লগিন করেন
File manager এ ক্লিক করলে ফাইল আপলোড করার টুলস্ পাইবেন :)

২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:০২

নিঃসঙ্গ বলেছেন: হোম পেইজের ফাইল নেম index.html বা index.htm হইতে হবে।

৩০| ২২ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৪৪

রোকন বলেছেন: একটাই সমস্যা! প্রচন্ড স্লো!!! আমি প্রায় ৫০০ কেবি'তে ব্রাউজ করছি। তারপরও একি সমস্যা।

২৩ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৯

নিঃসঙ্গ বলেছেন: বুঝলাম না ঠিক :(

৩১| ২৮ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:২০

তানভীর চৌধুরী বলেছেন: http://www.dot.tk তেও তো ফ্রীতে domain পাওয়া যায়।

২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:০২

নিঃসঙ্গ বলেছেন: dot.tk তে এড থাকে যা এই ডমেইনে থাকেনা :)

৩২| ৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ৯:৫৩

তানভীর চৌধুরী বলেছেন: এড থাকে না তো!!
আমার ব্লগ এ দেখেন http://www.tanvironline.tk/
আমি নিজেই কিছু google এড দিয়েছি sidebar এ কিন্তু dot.tk এর কোন এড নেই।

৩০ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:৩৪

নিঃসঙ্গ বলেছেন: আপনি যা করছেন তা হইলো লিংক রিডারেক করছেন আপনার ব্লগে।

৩৩| ২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩১

সাংবাদিক বলেছেন: ভাই, অনেক চেষ্টা করলাম কিন্তু ওয়েব সাইট রেজিষ্ট্রেশন করি, কিন্তু ডিজাইন করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই বারবার,,,,,,,,,,,,, যদি পারেন একটু হল্পে করেন........ ওয়েব সাইট তৈরী করা কিংবার শিখার অনেক শখ কিন্তু পারলাম না.......... এখন লন্ডনে বিধায় তা হয়তো আর হবে না । কেউ যদি পারেন অনলাইনে শিখাতে পারবেন কিনা......... যদি পারেন একটু মেইল করেন : [email protected]

২৬ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৭

নিঃসঙ্গ বলেছেন: আসতে আসতে অনলাইনেই ট্রাই করেন ফ্রী হোস্ট ফ্রী ডমেইন দিয়ে হয়ে যাবে একসময় :D

৩৪| ২৮ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩

নেতাজী বলেছেন: লেখকের উদ্দ্যেশে, 987mb.com এ রেজিস্ট্রেশন করার ১ম পেজে Anti-Spam measure অপশনটা ঠিক বুঝলাম না । যাই লিখি এরর আসে ।
এটা কি করতে হবে ?

৩৫| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

নিঃসঙ্গ বলেছেন: আপনি এই হোস্টিং গুলায় ট্রাই করে দেখতে পারেন।

110mb.com
rack111.com
hostsnake.com
000webhost.com

৩৬| ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

গিফার বলেছেন: অনেক ধন্যবাদ.....

আপনার এই পোস্ট আগে কেন দেখি নাই :( ?

প্রিয়তে......

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪৭

নিঃসঙ্গ বলেছেন: ২ মোডা ধইন্ন্যা পাতা :P

৩৭| ২৯ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩

নেতাজী বলেছেন: কিন্তু, ভাই আমি যদি এটাতেই করতে চাই, তাহলে কিভাবে করব; জানালে উপকৃত হতাম ।

২৯ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৬

নিঃসঙ্গ বলেছেন: যেই হোস্টে সমস্যা ওদের সাপোর্টে মেইল দেন।

৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৩

মিছে মন্ডল বলেছেন: ভাই আপনার পোষ্টটা পড়ে ভাল লাগলো।

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২২

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার পোষ্টটা পড়ার জন্য।

৩৯| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২১

মদন বলেছেন: ভাবতাছি ফ্রী হোস্টিং দেওন যায় কিনা http://www.raaiwebtech.com/ :)

২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৫

নিঃসঙ্গ বলেছেন: মদন ভাই দেখলাম আপনার হোস্টিং ভালোইতো অল্প টাকায় অল্প জায়গা মন্দকি ;) যদি co.cc ডমেইন সাপোর্ট করে তাইলে বলেন প্রথাম পোষ্টে অ্যড দিয়ে দেই :P

৪০| ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪১

নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমমমম...ভালো...

৪১| ২২ শে অক্টোবর, ২০০৮ ভোর ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপাতত সোকেসে রেখে দিলাম । অবসরে ঘুতাঘুতি করে চেষ্ঠা করব একটা ওয়েব সাইট করার। ++

২২ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৪

নিঃসঙ্গ বলেছেন: সাইট করে সাইটের এড্রেসটা দিয়ে যাইয়েন :)

৪২| ০১ লা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

মিশু কুতুবি বলেছেন: http://www.kutubdia.co.nr

৪৩| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ৯:০১

নিঃসঙ্গ বলেছেন: কুতুবি ভাই ভালো হইছে আপনার সাইট :)

৪৪| ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

দেবার্নব রায় বলেছেন: কোন শালা মাইনাচ দিলো, মাইর দেওয়া দরকার......

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৫

নিঃসঙ্গ বলেছেন: না না থাক পরের বার মাইর দিয়েন :|

৪৫| ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৮

বুলবুল আহমেদ পান্না বলেছেন: হ.......... ভালা পুস্ট।
সুকেসে থুইলাম.....;)

৪৬| ১৩ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমার কাছে টেকা চায় ক্যা?

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৫

নিঃসঙ্গ বলেছেন: ওগো প্রিমিয়াম ডমেইনে হাত দিছেন মনে হ্য় :|

৪৭| ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৮

তুষারপাত বলেছেন: ভালো লাগল

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০০

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ :)

৪৮| ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৪

টেকনো বলেছেন: ধন্যবাদ,
ভাল জিনিস শেয়ার করার জন্য।

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭

নিঃসঙ্গ বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্টকরে আমার পোষ্টা পরার জন্য।

৪৯| ১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫০

বিডি আইডল বলেছেন: ডট সিসি এর পারফরম্যান্স কেমন?

১৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৪

নিঃসঙ্গ বলেছেন: ভালোই :)

৫০| ২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০১

আকাশনীল বলেছেন: ডোমেইন নেম এভেইলেবল কিনা চেক করতে গেলে একটা ফাকা পেইজ চলে আসে। বিভিন্ন নামে ট্রাই করে একই রেজাল্ট। বুজতেসিনা নাম এভেইলেবঅল কিনা। নামটা এভেইলেবল কিনা কিভাবে বুজবো?? :(

২৩ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০

নিঃসঙ্গ বলেছেন: আমিতো কোন প্রবলেম দেখতেছিনা ?? আমার এই খানে সবই ঠিক আছে।

৫১| ২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

আকাশনীল বলেছেন: ডোমেইন নেম এভেইলেবল চেক কোরার জন্য কি co.cc তে আগে রেজি করে নিতে হবে? আমার মেইলে কি কোন এক্টিভেশন কোড পাঠাবে??

২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

নিঃসঙ্গ বলেছেন: রেজি করা লাগবে :) তবে মেইলে এক্টিভেশন পাঠাবে কিনা ঐটা মনে নাই অনেক আগে রেজি করছি আমি :( সরি

৫২| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২

টুশকি বলেছেন: দরকারি

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৬

নিঃসঙ্গ বলেছেন: জ্বী ধন্যবাদ :)

৫৩| ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৯

ব্রাইট বলেছেন: http://www.000freehost.com ট্রাই কর্তে পারেন।

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৩

নিঃসঙ্গ বলেছেন: দেখলাম ভালোই তবে ওরা কি co.cc সাব ডমেইন এ্যড করতে দেয় যানেন ??

৫৪| ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৯

সুমন আজাদ বলেছেন: মসন হইতাছে আমার নিজের একটা সাইড হইয়া যাইবো। ধন্যবাদ ভাইজান। + দিলাম।

০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

নিঃসঙ্গ বলেছেন: আপনারে ও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য :)

৫৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯

সাইফুল ফারদিন বলেছেন: সাইফুল ভাইয়া দন্যবাদ। আপনার ফোন নাম্বার টা আমার e-mail এ পাঠান। আপনাকে যে আমার খুব দরকার।
[email protected]

৫৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৩৩

দিগন্ত পেরিয়ে বলেছেন: খুব ভালো একটা পোস্ট লিখেছেন। আপনাকে ধন্যবাদ। আমি আরও বেশ কয়েকটি সাইট পেয়েছি, তার মধ্যে x10hosting এবং byethost বেশ ভালো. আমি আমার নিজের বল্গ byethost এ হোস্ট করেছি। আমার মতে এটি খুবই ভালো একটা সাইট, এবং খুব ভালো ফিচারও রয়েছে। আমার সাইটি চাইলে ঘুরে দেখতে পারেন। wordpress এর সাইট। নিম্নে লিঙ্ক টি দেয়া হল।

http://bitsnbytes.byethost8.com

অবশ্যই আমাকে কোন ডোমেইন তারা দেয়নি, তবে ওদের স্ক্রিপ্ট ইনস্টলেশন এর ফিচারটি আমার খুবই কাজের মনে হয়েছে।

৫৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৭

নিঃসঙ্গ বলেছেন: byethost টা দেখলাম ডমেইনতো মনে হয় এ্যড করতে পারবেন।

Main Features
FTP account and File Manager
Control Panel and Automatic Script Installer
MySQL databases & PHP Support
Free tech support
Addon domain, Parked Domains, Sub-Domains
Free Community Access (Forums)
Clustered Servers
No ads!

৫৮| ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

সাইপ মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৫৯| ১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪১

সৈয়দ নূর কামাল বলেছেন: ধন্যবাদ, চমৎকার ইনফরম্যাশনের জন্য।
প্রিয়তে রাখলাম।

৬০| ১৯ শে মে, ২০০৯ সকাল ১১:৫০

ওমর মাছুম বলেছেন: দারুন লিখছেন। আমি চেষ্টা করে দেখব.... ধন্যবাদ

৬১| ০৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৫

শওকত বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে জুলাই, ২০০৯ রাত ১:০৬

নিঃসঙ্গ বলেছেন: এত প্লাস আমি কোথায় রাখবো ?

আপনাকে ধন্যবাদ।

৬২| ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫

নাসির উদ্দিন সজিব বলেছেন: আমি ইতিমদ্ধে সাইট করেছি।
এটা মোবাইল ও কম্পিউটার দুটতেই সাপোর্ট করে।

http://my33.co.cc/

শেয়ার করার জন্য ধন্যবাদ।

৬৩| ২৩ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৬

আমজাদ সুজন বলেছেন:
ভাই একটা ডোমিন কিনলাম। এখন হোস্টিঙ কর্বার পারতেছি না।

ডোমিন কেনার পর এই হুমকি দিতাছে

Please set up the domain in 48 hours. If not, we will cancel the registration

কি করা>

হোস্টিঙ এ গেলে কিচ্ছু বুঝি না। বুঝায়ে দেন আপনেই কিন্তু ঝামেলা পাকাইছেন। সামলান।

৬৪| ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:০৮

সৈয়দ জামাল বলেছেন: ভাই, hostsnake এ তো রেজিস্ট্রেশন এর কিছু দেখায় না। বরং কিছু এড দেখায়।
আর 987mb.com কি মাত্র ১ মাসের জন্য ফ্রি হোস্টিং করে?

৬৫| ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩০

নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:

দেখি

৬৬| ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৯

নয়ন বলেছেন: ভালোই লিখেছেন কাজের পোস্ট সো ফেবারিটে। মূর্ছনা ডট কম আপনাদের সাইট! সাইটটা খুব ভালো করেছেন। আমার প্রিয় সাইটের একটি। আপনাদের জন্যে শুভকামনা রইল।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩২

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ।

৬৭| ১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৫

সাইফ হাসনাত বলেছেন: ওরররররররররররে! দারুণ একখান পোষ্টরে!

৬৮| ১৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৬

অলস ছেলে বলেছেন: ধন্যবাদ, খুব ভালো লেগেছে। মাহাথির মুহাম্মদ এর ব্যাক্তিগত ব্লগ্ও সম্ভবত এই সাইটের।
http://chedet.co.cc/chedetblog/

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪

নিঃসঙ্গ বলেছেন: উনি এই ডমেইন কেন ইউস করে!!!

৬৯| ২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫

অলস ছেলে বলেছেন: আমি একটা বানানোর চিন্তা কর্তাছি। :)
মাহাথিরের সাথে দেখা হলে জিগাস করবো কেন ইউস করে :)

১৮ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩২

নিঃসঙ্গ বলেছেন: বানাইয়া ফেলেন নতুন পোষ্ট লিখতেছি ঐটায় আরো সহজে ব্লগ করতে পারবেন।

৭০| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

ইশতে আশিক বলেছেন: প্রিয় তে রাখলাম

৭১| ০৯ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

নষ্ট কবি বলেছেন: আমার উপকার হোল

২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ।

৭২| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫

পৃথিবীর আমি বলেছেন: ভাল লাগছে
প্রিয় তে রাখলাম

৭৩| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৬

পৃথিবীর আমি বলেছেন: ভাল লাগছে
প্রিয় তে রাখলাম

২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ।

৭৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১০

দামাল ছেলে বলেছেন: ভাইয়া, হোস্টিং এর জন্যে যে ওয়েবসাইটগুলো দিয়েছেন ওখানে গিয়ে আর কিছু বুঝি না। দয়া করে ওই ব্যাপারটা স্পষ্ট করে জানাবেন। খুব খুশি হবো।

৩১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৩৫

নিঃসঙ্গ বলেছেন: আমার নতুন পোষ্টটা দেখেন :) Click This Link

৭৫| ১৩ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:০৯

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: bhijan ami 987mb tey extra domain namey kuno blank jaiga paine...ki korbo????

৭৬| ২৩ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:২১

মোহিত বলেছেন: Its Really Useful Post.
Mohitzone

৭৭| ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫২

আবদুল মুনয়েম সৈকত বলেছেন: ++++++++++

৭৮| ২২ শে মার্চ, ২০১০ রাত ২:৫৬

মনপবন বলেছেন: এখন গুগল সাবডোমেনগুলোকে এ্যডসেন্সের জন্য আলাউ করেনা।আমি ওয়ার্ডপ্রেসে ১টা ব্লগ সাইট বানাইছিলাম।গুগোল সাবডোমেইন দেইখ্যা আর আলাউ করে নাই।আপনি কি নিশ্চিত সাবডোমেইন দিয়া গুগোল আডসেন্সের মাধ্যমে আয় করা যাবে?ইদানিং চেস্টা করে দেখেছেন কী?

০৯ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫০

নিঃসঙ্গ বলেছেন: আমার একাউন্ট অনেক আগের করা ভাই একটা একাউন্ট দিয়েই আমার চলে তাই নতুন করে করার চেষ্টা করি নাই কখনো। তবে আমার এই একাউন্টটা সাবডমেইন দিয়েই করা। আপনি ওয়ার্ডপ্রেসে করছেন এই জন্য হয়তো ওরা নেয় নাই। গুগল এর blogger.com থেকে করেন মনে হয় একটিভ হবে। তবে কথা আছে গুগল এখন একটু শক্ত হইছে তাই সাইট ও সেই রকম শক্ত করে করতে হবে। মানে দুইটা পোষ্ট দিয়েই আবেদন করে বসে থাকবেন আর সাইট আপডেট করবেন না তাইলে হয়তো আপনার আইডি একটিভ নাও হইতে পারেন। আগে সাইট করেন এক মাস ধরে নিয়মিত আপডেট করেন অনেক পোষ্ট করেন এর পড়ে এই সাইট দিয়েই আবেদন করেন। আমি আশা করি ওরা আপনার সাইট একটিভ করে দিবে।

৭৯| ০৮ ই জুন, ২০১০ রাত ১২:০০

সুঘ্রাণআবদুলকােদর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮০| ০৮ ই জুন, ২০১০ সকাল ৮:২০

প্রেমের কাঙ্গাল বলেছেন: মনপবন বলেছেন: এখন গুগল সাবডোমেনগুলোকে এ্যডসেন্সের জন্য আলাউ করেনা।আমি ওয়ার্ডপ্রেসে ১টা ব্লগ সাইট বানাইছিলাম।গুগোল সাবডোমেইন দেইখ্যা আর আলাউ করে নাই।আপনি কি নিশ্চিত সাবডোমেইন দিয়া গুগোল আডসেন্সের মাধ্যমে আয় করা যাবে?ইদানিং চেস্টা করে দেখেছেন কী?

ভাই, ব্লগস্পট থেকে একটা ব্লগ খুলুন। ব্লগটি আপনাকে সাবডোমেইন দিবে, তাতে কি =P~
এটা ব্যবহার করে আপনি গুগল এ্যাডসেন্স এ একাউন্ট খুলতে পারেন। আর গুগল তা এল্যাউ করবে।

আমার অতি চালাকিতে আমার একাউন্ট টি শেষ। :(

০৯ ই জুলাই, ২০১০ ভোর ৪:৫৩

নিঃসঙ্গ বলেছেন: একাউন্ট মাইরা দিছে নাকি ???

আমার বদেরহাড্ডি.কম সাইট এ গুগলের এড আসে না ব্লক খাইছি। এক বার কিছু সফটওয়্যার পোষ্ট দিছিলাম। আর তখন এই ধরাটা খাইছি। পরে ঐ গুলা মুছে দিছি কিন্তু কাজ হয় নাই। একাউন্ট ব্লক করে নাই খালি আমার সাইট ব্লক করছে এ্যাড লাগাইলে এ্যাড দেখায় না। :(

৮১| ১১ ই জুন, ২০১০ সকাল ১০:৩২

মোহাম্মদ লোমান বলেছেন: প্রিয়তে-

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১০

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ।

৮২| ১৬ ই জুলাই, ২০১০ সকাল ৭:৩০

সদরুল আলম অপু বলেছেন: ok,now start

৮৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৩৯

নুরুন নেসা বেগম বলেছেন: ভাল পোস্ট।

২৬ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৯

নিঃসঙ্গ বলেছেন: ধন্যবাদ আপু।

৮৪| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৩:৪২

স্বপ্নবাজ শয়ন বলেছেন: এটা দেখে নিজেই দুইটা সাইট তৈরি করেছি,,,দয় করে দেখবেন,, মন্তব্য করবেন,,এবং সাজেষ্ট করবেন আরো ভালো কিভাবে করা যায়,,।
http://www.soyonmisti.co.cc
http://www.khoksaisthebest.co.cc

৮৫| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩৮

সাদা বাজ বলেছেন: ভাই, আমিও একটা করেছি,
Please Visit : http://www.masjidulfalah.co.cc
Zymic.com hosting
আপনার লেখার জন্য উৎসাহ পেয়েছি।
সব কিছুর জন্য ধন্যবাদ

৮৬| ০৮ ই মার্চ, ২০১১ সকাল ৭:৫৭

মাহবুব সুমন বলেছেন: ডোমেইন কিনেই টাকা কামানো ! এত সহজ?

সুমনের খেরোখাতা

৮৭| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৪

পাগশ্রাবনের মেঘ বলেছেন: ////

৮৮| ২৪ শে জুন, ২০১১ রাত ৮:২৯

সোহে০০০৭ বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম ।

৮৯| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:২০

অন্য হিমু বলেছেন: আমি কি পারবো

৯০| ০৪ ঠা আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৩

নাসির আহমেদ কাবুল বলেছেন: webnode-এ বোকার মতো অন্য একটি ফ্রি সাইট তৈরি করে পরে হোস্টিং নিয়ে সফল হইনি। এটা দিয়ে চেষ্টা করবো। ধন্যবাদ শেয়ার করার জন্য। াপ্রয়তে রাখলাম

৯১| ০৬ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৩

দেশে ভালোবাসা নাই বলেছেন: ভাই hotsnake.com কাম করে না আর 987mbতে ফ্রী সার্ভিস নাই। :|| B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.