নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ওপর শোষণ কী ফুরাবে?

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৩

এ ভূখন্ডটি ঐতিহাসিক ভাবেই সরল মানুষের বাসস্থান!

'সরলতা' বুঝি মনসিক আনন্দ দিলেও বাইরের দুনিয়ায় লাঞ্ছিত করে। ঠিক যে, সরল মমতাময়ী মায়ের চোখ ফাঁকি দিয়ে অতি কষ্টে জমানো তার ডিম বেঁচা টাকাগুলো হাতিয়ে নেয়া সন্তানের অবধারিত চালাকি!



সে দস্যি ছেলে জানে মা তার টের পেলে বড় জোর একবেলা মুখ কালো করবে!



এরপর?



আবারও ডাকবে- খোকা ডিম ভাজি হয়েছে, আয়!



আমি জানিনা কী ভাবে নেবেন, আমাদের জাতীয় সরলতার বিপরীতে আমার ভাবনায় আসা বিষয়টাকে-



আমরা বঞ্চিত হয়েছি এই সহনীয় মানসিকতার কারনেই! বঞ্চিত হয়েছি কারন সবাইকেই আমরা সহযে মাফ করে দিই!



ফলে টিপটপ মায়ের আদুরে কিন্তু অপরাধে ভীত ও মানসিক নম্র সন্তানটির মত করে ঐ লোকটিকে কিংবা ঐ সমাজ ও ঐ ভিন জাতিকে পাইনা আমরা কখনই।



একটি আত্মবঞ্চনার চেইন যেন গড়ে দিই আমরাই!



ফলে একসময়ের সর্বভোলারাও হয়ে ওঠে সর্বহরা!



এত মায়া আসলে মায়ের জন্যেই কেবল মানায়, অপাত্রে ঢালা আমাদের মায়াগুলো যে বড়ই বেমানান!



কবে আমরাও অন্যদের মত জাগতিক উন্নতিটাও দেখতে পাব?



একতরফা ছাড় দেয়ার সুযোগ গ্রহনের শেষে কেউ আড়ালে গিয়ে টিটকারি করতে পারবেনা- "পাগলের সুখ মনে মনে!"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.