নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই!

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৭

আজকাল জ্ঞানী গুণী (?) মানুষদের যে কী হল, তারা বিতর্কিত শব্দ, বিতর্কিত বাক্য বলতেও খুবই স্বাচ্ছন্দ বোধ করছেন! একটা সময় ছিলো যখন শিক্ষিত মাত্রই জ্ঞাণী ছিলেন! তাছাড়া অশিক্ষিত মানুষদের অনেকেই ছিলেন জ্ঞাণীগুণী! অথচ আজ?

মানুষ হারিয়ে ফেলেছে মানবিকতা, উদারতা, পরমত সহিষ্ণুতা, ধৈর্য, শৃংখলাবোধ! মানুষ হারিয়েছে তার সীমারেখা! মানবিকতার সীমারেখা!

পত্র পত্রিকায় সবচেয়ে বেশি লিখিত হচ্ছে নেগেটিভ সংবাদ। আকর্ষনীয় করে উপস্থাপন করা হচ্ছে; যেন তরুন সমান সেটাই লুফে নেয়! চারিদিকে অশান্তি, অশান্ত মানুষের আনাগোনা! ঘরে ঘরে আজ স্বার্থের চালচাতুরি! হিন্দি সিরিয়ালের চর্চা!

কেন আমরা অন্যকে খুটিয়ে নিজের জীবন আবিস্কার করি?
কেন শান্তিময় মানুষ হিসেবে জীবনের স্বার্থকতাবোধ হারিয়ে ফেলেছি?
কেন আজ নির্যাতিতরা আমাদের দিকে ভয়ের মিটি মিটি দৃষ্টি ফেলে!

মানুষ!
আমরা মানুষ!

আমাদের মনুষত্য হারিয়ে গেল! আমাদের বাঁচার স্বার্থকতা আর ট্রেড লাইসেন্স খুজে ফেরে! জীবন আর পণ্য আজ হাত ধরাধরি করে চলে।

আমরা আজ কৃষকের সন্তান নেই! বাঙ্গালী নই! আজ আমরা চতুর! ইংরেজ-বৃটিশ কালচারে নিজেদেরই নিজেরা গোলাম করে, খুটিয়ে খুটিয়ে আনন্দ পাচ্ছি!

ঐ ছোট্ট গাঁয়ের কৃষকও আর 'কৃষকের সন্তান' নেই! সততার পুত্র দাবী করেনা! প্রমাণ দিতে চায়না! কাদায় আটকে যাওয়া অপরিচিত সাহেব, গ্রামের রাস্তায় আজ তাই বড় অসহায়! অসহায় যে তাদের কৃত নিপীড়নে আক্রান্ত গোটা দেশের মানুষ!

আমাদের কাছে মন্ত্র নেই! কোন যাদু বা ঐশ্বরিক ক্ষমতাও নেই! তাই চারপাশকে শান্ত হবার আহবান জানাবার ভাষাও নেই! আছে শুধু ছলছল আখি! খুজে ফেরা শান্তির নিশান, উর্ধ্ব চাহনি!

শ্রষ্ঠায় বিশ্বাস আছে বলেই 'ডাকাত' হইনি! তবে, আমাদের নির্যাতনের অভিলাষে আরও এগিয়ে এসোনা!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.