নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

মগজ ধোলাই বনাম জিহাদের নামে \'ওয়ার অন টেররের\' ক্ষেত্র সৃষ্টির পাঁয়তারা!

১১ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০



গণতন্ত্রের আবিস্কারকের নাম জানেন! ?
-আব্রাহাম লিংকন
কাফেরের আবিস্কার দিয়ে ইসলাম কায়েম করবেন??

গণতন্ত্রের স্বার্বভৌমত্ব কার জানেন?
-জনগণের!
এই নীতির কুফুরি দিয়ে ইসলামী খেলাফত কায়েম করবেন!! ?

_________

না ভাই!

প্রশ্নটা আরও আগে থেকেই হোকনা! এই মানবজাতীর আগমন থেকে!

কিতালের আবিস্কারককে চিনেন?

আদম আ এর কুপুত্র কাবিল! বাস্তবায়নের পরামর্শ দাতা কে জানেন? কাক রুপী ইবলিশ

কিতালের মূল মন্ত্র কি ছিলো জানেন?
অন্যায় ভাবে অন্যের অধিকার কেড়ে নেয়ার মত কুফুরী!

অথচ! কোরআন কেন সেই কিতালকেও সমর্থন করল?

কারন, সেটা যে সে সময় মুসলিমদের ওপর কাফেররা চাপিয়ে দিয়েছিলো! আগ বাড়িয়ে ইসলাম তা করেনি। আত্মরক্ষাই ছিল উদ্দেশ্য, যাতে আবারও হাবিলরা নি:শেষ হয়ে না যায়, তাইতো এই নির্দেশ! শর্তের ভেতরেই ছিলো এই নির্দেশগুলো। উন্মুক্ত আর যথেচ্ছা তো নয়!!

অন্যদিকে, কোরআন কি গণতন্ত্রকেও সাপোর্ট করেনি!?
কেন কোরআন নিজেই কি হিকমাহ বা বিজ্ঞাণ নয়! ?
আরে কোন ইহুদি বা বিধর্মী আবিস্কার করল, তাতে প্রযুক্তির তৈরি ফ্যান বা নিউক্লিয়ার কি কুফুরি শক্তি??

গণতন্ত্রকেই যদি গণতন্ত্রের বর্তমান কুফুরি জার্ম মুক্ত করতে ব্যবহার করা না হয় তাহলে কেন কিতালকে দিয়েই কিতালের আবিস্কার মুহুর্তের কুফুরিময় উদ্দেশ্যের জার্ম মুক্ত করায় ব্যবহার বৈধ হয়?

কেন 'আঘাতের বদলে আঘাতের' মত করেই 'কৌশলের বদলে কৌশল' গ্রহনযোগ্য নয়! ??
আল্লাহ কি নিজের জন্য, উত্তম কৌশলকারী- নাম গ্রহন করেননি!

কাবিল এর আবিস্কার কিতাল যদি আপনার কাছে মঙ্গলময় হয়, বিশেষ মুহুর্তে কুরানের নির্দেশের কারনে; তাহলে কেন খোদ শান্তি নামের ইসলাম আপনার কাছে অগ্রহনযোগ্য আজ কেবল আব্রাহাম লিংকনের উছিলায়!

যদি কিতালের আবিস্কারে মূল উদ্দেশ্য- অধিকার হরন, আপনার কাছে মূখ্য হয়ে পুরো প্রক্রিয়াকে ফুফুরিতন্ত্র না করে। তবে কেন গণতন্ত্রের জার্ম- জনগণের স্বার্বভৌমত্বই আপনার কাছে পুরো প্রসেসকে কাফের বানিয়ে দিল!

আজ এক অঞ্চলে হারাম উপাদানে তৈরি খাদ্য কি হালাল খাদ্য উতপাদন না করেই বর্জণ করবেন! নাকি হালাল উতপাদনে ব্যাস্ত কর্মীকে কাফের বানিয়ে কতল করে, হালাল প্রকৃয়া আবিস্কারের অবলম্বনকেই দুনিয়া থেকে বিদায় করে দেবেন??!

রাসূল সা এর সময় ক্ষমতা বদলের মাধ্যম কিতাল থেকে আজ আধুনিক জামানার গণতন্ত্র, ভোট, কৌশলের জয় জয়কার! আপনি কলমের সাথে তলোয়ার নিয়ে ঝাপিয়ে পড়ার মাঝে মুসলিমত্বের কী খুজে পান! যেখানে প্রথম নির্দেশই জ্ঞাণ অর্জনের জন্য। কলম আবিস্কারের মহিমা বর্ননা করা আয়াত!

কোরআনে যারা গণতন্ত্র দেখেন না, তারা ঠিক তাদের মত, যারা কোরআনে এসি পাননা। কিংবা হন্যে হয়ে টিউব লাইট খুজে ফেরেন! হতাস হয়ে কুপি, খেজুর পাখা আর উটের বাহন নিয়ে ফিরে এসে বিশ্বের অন্য সকলকে কুফফার, তাগুত আর মুরতাদের ফতোয়া ছুড়তে থাকেন!

আরে ভাই! একটি অঞ্চলে শান্তিপূর্ণ ক্ষমতার পালাবদলে গণতন্ত্রের চেয়ে আর বড় মানব আবিস্কার কী হতে পারে! আপনি মুসলিম?, এখন গণতন্ত্রে পরিচালিত বিশ্ব, আপনাকে তো জনমত গঠনের সুযোগটিই দিয়েছে! সেটা কেন দাওয়াতের মত আমলের সুযোগ হিসেবে কাজে লাগাবেন না! ??

আবার ঠুংকো কুযুক্তি ছুড়বেন না, মুসলিমদের জন্য পাশ্চাত্য শক্তি সঠিক ভাবে গনতন্ত্রকে মেনে নিচ্ছেনা। মানেনি আফগানিস্তান বা মিশরে?!!

এটাই অগ্রহযোগ্য যুক্তি, কেন? কারন-

মুসলিমদের জন্য কোন কাফের শক্তি, কোন কালে, কোন সমর নীতিও মেনেছিলো, বলুন!??
বরং এর ভেতরেই হেকমত নিয়ে মুসলিমরা ইহুদিদের সাথেও সন্ধি করে এগিয়ে গেছে!!?

আপনি বরং ভাবুন, কুফুরি শক্তি মুসলিম দেশগুলতে নিয়মতান্ত্রিক ইসলামী আন্দোলন দেখে দীশাহারা হয়ে এখন কিতালি সাপ্লাই দিচ্ছে, নিজেদের মওজুদকৃত পারমানবিক দিয়ে এই মুহুর্তে সবচেয়ে করুন মুহুর্তে থাকা মুসলিমদের স্বমূলে ধ্বংসের একটি মওকা বের করতে। যেমন টুইন টাওয়ার ভাঙ্গিয়ে মওকা ট্রায়াল করে নিয়েছিল!

তাই হিকমাহ, জ্ঞান, শৃংখলা বোধ হারাবেন না। উন্মাদ হবেন না। ক্রোধের দ্বারা পরিচালিত হবেন না। কারন সুন্দর যৌক্তিক বিধানই ইসলাম। যুক্তি, প্রজ্ঞা আর হিকমাহের অপূর্ব স্বমন্বই ইসলাম। শান্তি আর বিজ্ঞান হল ইসলাম ও আল কোরআন!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:১০

আহমেদ ফিরোজ. বলেছেন: চমৎকার

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৮

রাহমান বিপ্লব. বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য! আপনার কমেন্ট এত দিন সংখ্যায় দেখালেও বাস্তবে দেখতে পাচ্ছিলাম না! কেন এমন হল ??

২| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

আহমেদ ফিরোজ. বলেছেন: কেমনে কৈতাম.....!!!

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

রাহমান বিপ্লব. বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.