নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

সব মিথ্যা নয়! সত্যকে মিথ্যার আবরণে ঢেকে দেয়া হয়েছে!

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

বিশ্বের কারবার হল, এখানে 'প্রয়োজনের' চেয়ে 'বিলাসিতা' এগিয়ে থাকে! এখানে শিশুর আর্তনাদের চেয়ে তার কলতান মানুষকে বেশি আকর্ষণ করে! এটা কি দুঃখের ব্যাপকতার প্রভাব নাকি দুঃখ ভোলাতে এগিয়ে যাবার অনীহা?

মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা গুলোর অফিস মোটেও চাকচিক্যহীন নয়, যাদের নিয়ে তাদের কার্যক্রম তাদের কান্নার দাগ সেখানে বোঝা যায়না! একটা অনাথ শিশুকে যখন বস্ত্র দান (!) করা হয়, ঠিক সাথে সাথে তার মূল্য বাবদ ক্যামেরার উচ্চ আলোক রশ্মি দিয়ে সম্মানহানি ঘটানো হয়! পরের দিন প্রত্যেকটা 'মানুষ' দেখতে পায় কাদের শ্লীলতাহানী করা হল!!

বিশ্বের কারবার বুঝতে গেলে, চলমান জ্ঞান-বিজ্ঞান মত চলতে গেলে, অর্থনীতি, সমরনীতি অনুসরন করতে গেলে শুধু ভাবনা জাগে, মনুষ্য বিশ্বের মাঝে হয়তো আসতে পারিনি আমরা! কিছু লোককে সেখানে বড় বড় চেয়ারপ্রাপ্ত দেখে তুলনা করতে হয়- চেয়ার ও তার মাঝে আসলে কোনটা জড় পদার্থ? অথবা কোনটা জড় নয়?

আমাদের এই বিশ্ব ব্যবস্থায় প্রথম থেকেই মানুষের সাথে রোবটের দ্বন্দ্ব চলে আসছে! যাদের আত্মা নেই! বিবেক, ভালোবাসা, কান্না, সম্মান, মানবতা, সেজদা, পূজা, সালাম যাদের অভিধানে নিছক কুসংস্কার! তারা রোবট! মানুষের আকৃতিই এদের প্রধান অস্ত্র! এই নকল রুপ থাকার কারনে আজ মানুষ মিথ্যা রোবট বিপ্লবের ভয় করে, সায়েন্স ফিকশন ঘাটে! অথচ যে কৃত্রিমতার জয় হয়ে গেছে তাতে ফিকশন বলে কোন শব্দ নেই!

-থাকলে, মাটি দিয়ে রুটি বানাবার আয়োজন মিথ্যা হয়ে যায়! এত সাহস কি 'মানুষের' আছে, সূর্যের নিচে দাঁড়িয়ে রাত বলে চালিয়ে দেবে? ওটা ঐ রোবটদেরই কাজ! -যারা আইন বানায়!; যারা নেতৃত্ব দেয়!; যারা রাজনীতি করে!; জাতীসংঘ বানায়!; বিজ্ঞানের নামে জোচ্চুরির পথ হালাল করে!

বিজ্ঞানী হলে এমন চশমা বানিয়ে দাও; যা দিয়ে কালো মানুষকে কালো দেখায়! কালো টাকার রঙ কালো করে দেখায়! যা দিয়ে 'মানুষের' উপলব্ধি গুলো প্রামান্য করে উপস্থাপন করা যায়! প্রমাণ করা যায়- "মানুষ আজ অমানুষের হাতে বন্দি!"

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে কৃত্রিমতার জয় হয়ে গেছে তাতে ফিকশন বলে কোন শব্দ নেই!

-থাকলে, মাটি দিয়ে রুটি বানাবার আয়োজন মিথ্যা হয়ে যায়! এত সাহস কি 'মানুষের' আছে, সূর্যের নিচে দাঁড়িয়ে রাত বলে চালিয়ে দেবে? ওটা ঐ রোবটদেরই কাজ! -যারা আইন বানায়!; যারা নেতৃত্ব দেয়!; যারা রাজনীতি করে!; জাতীসংঘ বানায়!; বিজ্ঞানের নামে জোচ্চুরির পথ হালাল করে!

বিজ্ঞানী হলে এমন চশমা বানিয়ে দাও; যা দিয়ে কালো মানুষকে কালো দেখায়! কালো টাকার রঙ কালো করে দেখায়! যা দিয়ে 'মানুষের' উপলব্ধি গুলো প্রামান্য করে উপস্থাপন করা যায়! প্রমাণ করা যায়- "মানুষ আজ অমানুষের হাতে বন্দি!"

অসধারন উচ্চারন!!!!

+++++++++++++++++++++++++++++

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রাহমান বিপ্লব. বলেছেন: ধন্যবাদ!

২| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আহমেদ ফিরোজ. বলেছেন: মাথার উপর দিয়া গেছে....

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

রাহমান বিপ্লব. বলেছেন: ঘোরের লেখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.