নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশের ৬৩ ভাগ শিক্ষার্থী \'উচ্চবিত্ত্ব\' ?!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৭





খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিসাবে, দেশের ৬৩ ভাগ শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করছেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ে। https://goo.gl/n2ukxq

বিশ্ববিদ্যালয় 'শিক্ষালয়'- এখানে 'ভ্যাট' ধার্য করার অর্থই, শিক্ষাকে 'পণ্য' হিসেবে চিহ্নিত করা।

'শিক্ষা কোন পণ্য নয়'- দ্যাট ইজ এনাফ!!

সূতরাং, শিক্ষা ক্ষেত্রকে পণ্য বানিয়ে- সেখানে কে ভ্যাট দিবে, কার দিতে হবেনা, এটা কোন কথাই হতে পারেনা। বরং দেশের বেশিরভাগ শিক্ষার্থীর কথা মাথায় রেখে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে ফি কমানো যায়, এখানে কিভাবে সরকার ভর্তূকী সংযুক্ত করবে সেই রাস্তা বের করবে সরকার, যেন ৬৩ ভাগ উচ্চ শিক্ষার্থীর মৌলিক অধিকারকে আর ব্যবসাখাত বানানো না হয়!

-অথচ, উল্টো সরকারই কিনা এটাকে পণ্য হিসেবে বিবেচনা করে!!!

দেশের ৬৫ ভাগ শিক্ষার্থীকে উচ্চবিত্ত্ব চিহ্নিত করে ভ্যাট বাড়ানো শ্রেফ উন্মাদনা।

সরকার মৌলিক অধিকার শিক্ষার ব্যবস্থা না করায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চ বেতনে প্রাইভেটে যাচ্ছে, এ লজ্জ্বা সরকারের! এইসব শিক্ষাঙ্গনে একটি বিশাল জনগোষ্ঠী তাদের সন্তানদের পড়াতে বাধ্য হচ্ছেন, যারা নিজ সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিয়ে এই বাজার মূল্যেও বহু কষ্টে সন্তানদের শিক্ষিত করতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন!

যেখানে দেশের মাত্র ৩৭ ভাগ শিক্ষার্থীর জন্য সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দেয়া হয়, সেখানে ৬৩% শিক্ষার্থীর উচ্চশিক্ষা প্রদানে ব্যার্থ সরকার কর্তৃক, বেসরকারী বিশ্ববিদ্যালয় ভ্যাট আরোপ উচ্চ শিক্ষার্থীদের নিয়ে কৌতুকুদ্দীপক মস্কারী!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.