নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

সমস্বরে বলুন, অপরাধ চিরজীবী হোক!

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১



জামাল সাহেবের ডাকনাম মাশাল্লা দারুন! যেমন দাপট তেমনই কৌশলী ঘুঘু। সারাদিন অপরাধীদের পক্ষে সাফাই গেয়ে দিন শেষে মানবতাবাদী ব্যাক্তিত্ব হবার দৌড়ে সেই জামাল সাহেব! গোটা এলাকা তাই একনামে চেনে, বুঝেও। শুধু বোধের উচ্চারণটাই নিরব।

জামাল সাহেবের শালা সপ্তাহ কয়েক হল এসেছে। কতবড় বাটপার সেটা অল্প দিনে লোকে হাড়ে হাড়ে টের পেল। হেন কোন অপরাধ নেই সে করে বেড়ায় না!কয় দিনেই তার অপরাধের লিষ্ট দেখলে মনে হবে নাম চেনাতে এসেছে বুঝি! শালার অপরাধ তো জামাল সাহেব দুই চোক্ষে দেখতে পারেননা। তাই তো জামাল সাহেবকে 'সুশীলতম' ডাকতে পেরে লোকে বেশ তৃপ্তি লাভ করছে!

সেদিন উঠোনে ধরে এনে রিক্সা চালক গোবেচারা দবির মিয়াকে ধুমচে পেটাতে লাগল জামালের শালা। পিটুনির এক পর্যায়ে লুঙ্গি পর্যন্ত খুলে দেয়া হল! বেচারা! রক্তাক্ত অবস্থায় পাশের লোকজন ছুটে এলো। মুহুর্তেই জামাল সাহেবের প্রভাবী চিৎকার শুনে বুড়োটাকেই নিন্দা করে তাড়িয়ে দেয়া হল!

-কত বড় দূর্ঘটনা! জামাল সাহেবের ছোট্ট মেয়ে ৩ বছরের তিন্নি কিনা বুড়োর আত্মচিতকারে পড়ায় মন দিতে পারছিলোনা। তা, মার খাচ্ছিস চিল্লা! এভাবে ভদ্রলোকের বাড়িতে অভদ্রের মত চিল্লাবি? বাড়ীতে ছোট ছোট বাচ্চা আছে, মেহমান আছে, ভদ্রলোকের বউ আছে না??

২.
দেশের বড় বড় অপরাধের ব্যাপারগুলো দূরচিন্তা, সেসবের দৃশ্যগুলো কি আসলেই 'সভ্য মানুষের' সামনে উপস্থাপন-যোগ্য? মোটেই না। আর তাইতো জামাল সাহেবেরা আমাদের মধ্যে সুশীল হিসেবে বেশ জনপ্রিয়তা পান। এভাবে তলা থেকে অনুভূতি গুলো তুলে এনে যারা পরিবেশটাই বদলে দিতে জানেন তারা তো অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন! তাইনা?

ব্লগের পরিবেশ রক্ষাটাও ঢের প্রয়োজন। আমাদের ছোট ছোট বাচ্চা আছে। মানি গুনী জামাল সাহেবদেরও পছন্দ এই আঙ্গিনা! তারাও আমোদী আগমন করেন। সম্মানিত মেহমানদের দাওয়াত করেন সাথে!

এটা নোংরামো, অসভ্যতা তুলে আনার যায়গা?

এটা ভদ্রলোকের স্থান!

"নোংরামো বড় খারাপ কাজ।
পিটিয়ে হত্যা?
-সেও তো জঘন্য! তবে বাবা সেগুলোর চিত্র দিয়ে অনুচ্চারিত বোধ প্রকাশের অতিচেষ্টা কেন? কোন বংসের ছেলে গো তুমি? ভব্যতা বুঝনা! বিচারহীনতার চেয়ে এই প্রকৃয়ায় বিচার প্রার্থনা আরও বড় অপরাধ! তোমাকে তো সমাজচ্যুত করা দরকার! শিক্ষিত নামের কলংক তুমি!!"


আর?
-শালাবাবুদের ভুলে যান! তারা গিনেজে নাম রেকর্ডে ব্যাস্ত। জাত চেনানো শালা, তাদের কম্ম উপভোগ করতে থাকুন।

আসুন একসাথে বলি- অপরাধ চিরজীবী হোক।

বাচ্চাটা নিরাপদ থাকুক। হার্ট থাকুক সুস্থ। পরিবেশটা টিকে যাক!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬

অমিত অমি বলেছেন: ভাইয়্যা একটা বিষয় জানার ছিল!
ব্লগে কি মোবাইল দিয়ে ছবি পোস্ট করা যায় নাকি যায় না?
অনুগ্রহ করে যদি জানাতেন তবে খুশি হতাম।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

আহমাদ ফিরোজ বলেছেন: অপরাধ অবশ্যই চিরজীবি। তবে এর বাহকরা অর্থাৎ অপরাধীরা ক্ষণস্থায়ী। তাদের পরিণতিটা অধিকাংশ সময়ই খুবই করুণ হয় বটে..।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

রাহমান বিপ্লব. বলেছেন: সত্যিই তাই

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৫

উচ্ছল বলেছেন: অপরাধ চিরজীবী হোক।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

রাহমান বিপ্লব. বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.