নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

নাটকের পর আজই ফাঁসি, যে প্রশ্নগুলো থেকেই যাবে!

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

অবশেষে বহুল আলোচিত সমালোচিত সেই ক্ষণ ঘনিয়ে আসছে বলেই অনেকটা নিশ্চিত আভাস পাওয়া গেল। কারাগারে দেখা করতে গিয়েছেন সাকা ও মুজাহিদের আত্মীয়রা। এর পরেই ফাঁসির পর্ব আসে। যথারীতি কারাগারের সামনে এম্বুলেন্স।

বহুল সমালোচিত এই ফাঁসির ঘটনাগুলো জুড়ে প্রাণভিক্ষা নিয়ে অনেক গুলো গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
যার স্পষ্ট কোন জবাব হয়তো কোনদিন কেউ জানাতে পারবেনা।

প্রশ্নগুলো হল-
০- মেজিস্ট্রেট বেরিয়ে আসলেন বিকেল ৩ টায় অথচ কীকরে দুপুর ১ টা থেকেই মিডিয়া গুলোতে প্রাণভিক্ষার প্রপাগান্ডা শুরু হল?
১- মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে কেন দাবীকৃত 'প্রাণভিক্ষার আবেদন' পাঠানো হল?
২- প্রাণভিক্ষা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সাথে পরামর্শের জন্য এতবার আবেদনের পরও, তাদের সাথে আইনজীবীদের কেন দেখা করতে দেয়া হলনা?
৩- ২ জন মেজিষ্ট্রেট কেন মিডিয়ায় কিছু না বলে 'অনেকটাই চোখ ফাঁকি দিয়ে' চলে গেলেন? (চ্যানেল আই প্রকাশিত রিপোর্ট)
৪- কখন তথাকথিত প্রাণভিক্ষার আবেদন লিখা হল, কখন তা স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে গেল, সেখান থেকে আবার আইন মন্ত্রনালয়েও চলে গেল?
৫- নাকি সবই পরিকল্পিত কৌশল?

৬- প্রাণভিক্ষার আবেদন সংক্রান্ত ঘটনা গুলো যদি সত্যিই হবে তাহলে রাষ্ট্রপতির তরফে কোন স্বীদ্ধান্ত ছাড়াই কীকরে দন্ডপ্রাপ্তদের আত্মীয়দের সাথে স্বাক্ষাত পর্ব সমাপ্ত হচ্ছে?
৭- কেন সালাহউদ্দীন কাদেরের ছেলেকে বঙ্গভবনে প্রবেশ করতে দিয়েও শেষ পর্যন্ত তার আবেদন রাষ্ট্রপতি গ্রহণ করলেন না?
৮- কেন আগের দন্ডগুলোর মত এবার আর শাস্তি কার্যকরে সরকারের মাঝে তাড়াহুড়ো মনভাব দেখা যায়নি?
৯- বিস্তারিত রায় পৌছার পরেও কেন এতসব নাটকের সময় ক্ষেপন করা হল?

১০- তবে কি মানবতাবিরোধী অপরাধের দন্ডগুলোকেও প্রচলিত নোংরা রাজনীতির পণ্য করা হচ্ছে?!
১১- গণজাগরণ মঞ্চ কেন আর আগের মত ফাঁসির দ্রুততা নিয়ে কার্যকর চাপ প্রয়োগ করছেনা?


এইসব প্রশ্ন গুলো ঘুরে ফিরেই মানুষকে অবাক করছে। যদিও এর জবাবগুলো পাওয়া প্রায় অসম্ভব।

মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

নতুন বলেছেন: এমন অন্যায় ভাবে এদের ফাসি দেওয়া ঠিক হচ্ছে না। কারন ৭১ এ এরা কোন অপরাধ করেনাই।

উদোর পিন্ড বুদোর ঘাড়ে না দিয়ে সাকা চৌধুরী এবং মাওলানা মুজাহিদের ঘাড়ে দেওয়া হাসিনার ঠিক হয় নাই।

দেশের শুধু মাত্র অল্পকিছু মানুষ এই সত্যগুলি জানে এবং বাকি ৯৯% মানুষ ভুলের মাঝে আছেন তাদের ৭১এর ভুতে আছড় করেছে তাই তারা এই দুই জন নিরপরাধ মানুষের ফাসিতে এতো আনন্দিত হচ্ছে। :(

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

রাহমান বিপ্লব. বলেছেন: শাহবাগে বসে থাকাদের সংখ্যায় দেশের স্বার্বিক চিত্র।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:

অনেক প্রশ্ন রেখেছেন; আপনার কাছে প্রশ্ন, "রাজাকারেরা ন্যায় বিচার পেয়েছেন কিনা?

আপনার জানামতো, ধৃত কোন মুক্তিযোদ্ধার বিচার হয়েছিল?

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

রাহমান বিপ্লব. বলেছেন: ওপরের প্রশ্ন গুলো নিয়ে কথা বলুন। আপনার এই প্রশ্নগুলো লেখার জন্য এর আগে আরো কিছু পোস্ট দিয়েছিলাম।


ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

ফাহাদ মিয়াজি বলেছেন: সব পলিটিক্স ভাই

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

রাহমান বিপ্লব. বলেছেন: :(

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সাবলীল মনির বলেছেন: কোন কিছুই অসম্ভব নয়, সুদে-অাসলে সব প্রশ্নের উত্তরই হয়ত একদিন পাওয়া যাবে ।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

রাহমান বিপ্লব. বলেছেন: হয়তো... রাজনীতিতে শেষ বলে নাকি কিছু নাই!

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ঘটতে যাওয়া জঘন্য হতাকান্ডের আগাম তীব্র প্রতিবাদ জানাইলাম। সেই সাথে পোস্টে একটা লাইকও দিলাম। উৎসাহিত হইলে আরো কিছু প্রশ্ন নিয়া আইসেন। ;)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২

রাহমান বিপ্লব. বলেছেন: :D আপনাকেও একটা ধন্যবাদ দিয়ে সম্মানে সাথে বিদায় দিলাম। পারলে দুইটা প্রশ্নের জবাব নিয়া হাজিরা দিয়েন :P :D

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

অগ্নিবীণা! বলেছেন: এই সত্য একদিন উন্মোচিত হবে ইনশাআল্লাহ!

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

রাহমান বিপ্লব. বলেছেন: হয়তো... রাজনীতিতে শেষ বলে নাকি কিছু নাই!

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

ফ্রিটক বলেছেন: অবশেষে নাটক শেষ হতে চলছে,? ইমরানের কাজ নাই,তারে নতুনকাজ দেওন লাগবো। চিন্তার বিষয়
,!!!!! পুলাটা আবার বহুত ভালা, দেশের নতুন মুক্তিযোদ্ধা,!!

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

রাহমান বিপ্লব. বলেছেন: মুক্তিযুদ্ধ মাছের বাজার নাকি? যে যেমন পারে দামদর করে কিনে নেয়?

৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫

নতুন বলেছেন: আরেকটা জিস্গাসা:-

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজিবিদের হত্যা করা হয়েছিলো বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে....

তাদের কে হত্যা করেছিলো?? আপনি কি সেই খুনীদের ফাসি চান?

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

রাহমান বিপ্লব. বলেছেন: খুনির ফাঁসির নামে নির্দোষের খুন চাইনা।

৯| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

উচ্ছল বলেছেন: নাটক সবই নাটক।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

রাহমান বিপ্লব. বলেছেন: :(

১০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

ক্থার্ক্থা বলেছেন: এইদেশে হাম্বা দলের লোক ছাড়া সবাই রাজাকার ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

রাহমান বিপ্লব. বলেছেন: :( তাইতো দেখা যায়

১১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

নতুন বলেছেন: জিঙ্গাসা:- ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজিবিদের হত্যা করা হয়েছিলো বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে....

তাদের কে হত্যা করেছিলো?? আপনি কি সেই খুনীদের ফাসি চান?

লেখক বলেছেন: খুনির ফাঁসির নামে নির্দোষের খুন চাইনা। অবশ্যই আমিও নিদো`ষের সাজা চাইনা।

ফাসি চান কিনা পরিস্কার কইরা তো বললেন না?? আর কারা বুদ্ধিজিবীদের হত্যা করেছিলো সেটা সম্পকে কিছু জানেন?

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪

রাহমান বিপ্লব. বলেছেন: বামপন্থী বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিলো তা নিয়ে স্পষ্ট ইতিহাস আছে। আ-লীগের জড়িত থাকবার অনেক প্রমাণ রয়েছে। জহির রায়হানের হারিয়ে যাবার পর তার বোনকে শেখ মুজিব নিজে ডাকিয়ে এসব নিয়ে চুপ থাকতে থেট দেন।

মূলত মুক্তিযুদ্ধের সময় থেকেই বাম ও লীগের মাঝে প্রতীদ্বন্দিতা ছিলো। যার ফলশ্রুতিতে লীগের হাতে এবং বিশেষত লীগের চাদর ভারতীয় র এর হাতে তারা নীহত হয়েছিলেন।

১২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

nurul amin বলেছেন: আমি একটু স্বার্থপর মানুষ তো কারো
বেচে থাকা আর ফাসিতে ঝুলা
দিয়ে আমার অতীত বর্তমান
ভবিষ্যতের কোন পরিবর্তন দেখছি
না। তাই কিছু বলার ও নাই।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

রাহমান বিপ্লব. বলেছেন: একা মানুষ একাই কষ্ট ভোগ করে থাকে।

ধন্যবাদ কমেন্টের জন্য।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

nurul amin বলেছেন: আমি একটু স্বার্থপর মানুষ তো কারো
বেচে থাকা আর ফাসিতে ঝুলা
দিয়ে আমার অতীত বর্তমান
ভবিষ্যতের কোন পরিবর্তন দেখছি
না। তাই কিছু বলার ও নাই।

১৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

নতুন বলেছেন: লেখক বলেছেন: বামপন্থী বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিলো তা নিয়ে স্পষ্ট ইতিহাস আছে। আ-লীগের জড়িত থাকবার অনেক প্রমাণ রয়েছে। জহির রায়হানের হারিয়ে যাবার পর তার বোনকে শেখ মুজিব নিজে ডাকিয়ে এসব নিয়ে চুপ থাকতে থেট দেন।

মূলত মুক্তিযুদ্ধের সময় থেকেই বাম ও লীগের মাঝে প্রতীদ্বন্দিতা ছিলো। যার ফলশ্রুতিতে লীগের হাতে এবং বিশেষত লীগের চাদর ভারতীয় র এর হাতে তারা নীহত হয়েছিলেন।


-- তাহলে বুদ্ধিজীবী হত্যার জন্য আ-লীগ দায়ী??? B-))

তাহলে আপনার মুজাহিদ বদর বাহিনির প্রধান হিসেবে কি করছিলেন?

আর এখন যে শহীদের ছেলে মেয়েরা বলছে যে তাদের বাবা/মা কে বদর বাহিনির লোক ধরে ছিলো তাকা কি মিথ্যা বলছেন?? :|

একটা জিঙ্গাসা? আপনার কি মনে হয় সানি লিওন এক জন ভাজি`ন ??

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০০

রাহমান বিপ্লব. বলেছেন: আপনাকে আমার একটা জিজ্ঞাসা, মুজাহিদকে কোন নিহতের আত্মীয়রা চিহ্নিত করেছে?

আপনার জিজ্ঞাসার জবাব আপনার মতন কারো কাছেই পাবেন :)

১৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনাকে আমার একটা জিজ্ঞাসা, মুজাহিদকে কোন নিহতের আত্মীয়রা চিহ্নিত করেছে?

বদর বাহিনির মাস্টারমাইন্ড হিসেবে তার সেই সাজাই প্রাপ‌্য...

হুকুমের আসামীর সাজা কি জানেন??

২২ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩

রাহমান বিপ্লব. বলেছেন: সামরিক বাহিনীর মাস্টারমাইন্ড কোন বেসরকারী ব্যাক্তি হয়! তাও আবার ২৩ বছরের একটা ছাত্র!?


আবাল

১৬| ২২ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

রিমিল হুদা বলেছেন: খুনির ফাঁসির নামে নির্দোষের খুন চাইনা।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

রাহমান বিপ্লব. বলেছেন: সহমত

১৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: সামরিক বাহিনীর মাস্টারমাইন্ড কোন বেসরকারী ব্যাক্তি হয়!

তাও আবার ২৩ বছরের একটা ছাত্র!?

২৩ বছরের ছাত্রের নাক টিপলে দুধ বেরহত??

এখন কার শিবিরের নেতার বয়স কত? যদি পুলিশ চুপ থাকে...ছাত্রদল যদি সাহাজ্য করে??
তবে এই নেতা তার শিবির কমী` নিয়ে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের হল দখল করতে শিবিরের কত সময় লাগবে???

মুজাহিদকে ২৩ বছরের ছাত্র বলে প্রমান করলেন যে আপনি কতটা অন্ধকারে আছে....

আর আমাকে বেকুব বলে গালি দেওয়াটা কি ইসলামের অনুসরন কারী দল জামাতের কাছে শেখা?? না কি পরিবারের কাছে শেখা??

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

রাহমান বিপ্লব. বলেছেন:

আমি জামাত থেকে শিখব এটা আপনাকে কে পড়ালো? এখানে আমি জামায়াতের প্রতিনিধি হলাম কবে থেকে? আজিব!!

আপনাকে আবারও বলছি যদি ২৩ বছরের বেসরকারী একটা তরুন বিশ্বের শক্তিশালী সামরিক দেশের সামরিক বাহিনীর আওতায় মাস্টারমাইন্ড হয় তাহলে 'সামরিক ডিসিপ্লিন' নিয়ে নতুন কেতাব লিখতে বসে যান।

হয়তো নবেলও পেয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের হল দখল বনাম যুদ্ধের মাস্টারমাইন্ড!! আপনি নিশ্চিত কোন ছাগু হবেন।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

নতুন বলেছেন: চোখ বন্ধকরে থাকলে তাকে পথ দেখানো যায়না।

যেমনটা খৃস্টানদের দেখতে পাচ্ছেন। তারা কিন্তু তাদের গোজামিলে ভরা বাইবেলে সমস্যা খুজে পায়না্। তাদের কাছে ঐটাই ঠিক।

তেমনি আপনারাও পাবেন না।

বদর বাহিনির ভুমিকা কি ছিলো তা একটু ইতিহাস থেকে পড়ুন..

ধন্যবাদ... ভাল থাকবেন... আল্লাহ আপনাকে সত্য জানার তৌফিক দেন...

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

রাহমান বিপ্লব. বলেছেন: প্রথমেই দোয়া করি আমাদের উভয়ের ঘাটতিই তিনি দূর করে দিন।

বদর বাহিনীর ভূমিকা যুদ্ধের মাঝে সীমাবদ্ধ ছিলো। মুজাহিদ বদর বাহিনীর কেউনা এটা স্বয়ং আদালতে স্বীকার করা হয়েছে। আপনি একটু রায় পড়ে দেখুন। আদালত এটাও প্রমাণ করতে পারনে যে মুজাহিদ ঐ বাহিনীকে পরামর্শ দিয়েছেন। কারন মুজাহিদকে পাকিস্তানীর সাথে দেখেছেন বলে একমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত করা বযাক্তির বয়স হল মাত্র ১২ বছর! একতা ১২ বছরের বাচ্চা কী করে ৪০ বছর পর এসে ঐ ব্যাক্তিকে চিহ্নিত করে? যেখানে সারা দেশের কেউই চিহ্নিত করতে পারেনি। এরপরের প্রশ্নটি আরো গুরুতর! যদি ধরে নেয়া হয় সে মুজাহিদকে পাকিস্তানিদের সাথে দেখেছিল, তাতে কী করে প্রমান হয় যে তিনি তাদের সাথে পরামর্শ দিতেই গিয়েছিলেন?

যেকোন কারন থাকতে পারে। কিকরে স্বীদ্ধান্ত নেয়া যাবে তিনি হত্যার পরামর্শ দিয়ে গিয়েছিলেন? বরং ছাত্ররাজনীতিক হিসেবে তিনি জনতার জানমালের পক্ষে কথা বলতে যাবেন এটাই স্বাভাবিক। কারন জনগণএর বিরুদ্ধে তাদের কোন অবস্থান কেউ কোনদিনই দেখানে পারেনি।


স্বীদ্ধান্ত- আপনি পুরো বিষয়গুলো নিয়ে বসুন। আপনি বুঝতে পারবেন, আ-লীগের অনৈতিকতা তাদের দ্বারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহারের আশংকা নষ্ট করেনা। সকল চাক্ষুষ তথ্য প্রমান এটাই বলে যে লীগের অনৈতিকতা এতটাই নিচে পৌছেছে যে তারা এই মিথযাচ্র করবে এটাই স্বাভাবিক বলে মেনে নিতে আপনার মন বাধ্য হবে।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

পালের গোদা বলেছেন: দিনে দিনে সামু বাশের কেল্লায় পরিনত হচ্ছে। নাম পরিবর্তন করে বাশের কেল্লা রেখে দিলেই ষোলকলা পূর্ন।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

রাহমান বিপ্লব. বলেছেন: আপনি কি কাঠাল পাতা চাবাইতে আসছেন বাশেরকেল্লা ভেবে!?

অসহ্য এইসব লোকের কথাবার্তা!!!

২০| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১১

মিতক্ষরা বলেছেন: "১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজিবিদের হত্যা করা হয়েছিলো বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে....

তাদের কে হত্যা করেছিলো?? আপনি কি সেই খুনীদের ফাসি চান?"

সেইজন্যই তো যুদ্ধাপরাধের বিচার সমর্থন করেছিলাম। কিন্তু বিচারের যে প্রক্রিয়া দেখলাম তাতে কি সন্দেহ কোনভাবে দূরীভূত হয়? নীচে বার্গম্যানের লেখার লিংক:
http://www.bdfirst.net/newsdetail/detail/112/170953

বিচারের রায়ের নথি নিয়ে বিশ্লেষন কাম্য।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

রাহমান বিপ্লব. বলেছেন: বিচার সমর্থন করেও যে বিচারের প্রক্রিয়াকে ক্রিটিসাইজ করা যায় সেটাও বোঝার মত শক্তি অনেকের মাঝেই নাই। ভয়ংকর হল এই অংশটা আবার ভয়াবহ উগ্র। ফলে এরা উগ্রতা প্রদর্শনের আগে জানতেও পারেনা যে, এরা কেন উগ্র হল, কার প্রতি হল!?

সত্যিই সেকুলাস কতিপয় মানুষের আবেগ!

মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

পালের গোদা বলেছেন: লোল আমি তো সামু রে সামুর মত দেখার আশা নিয়েই এখানে আসি। এসে আপনাদের কাঠাল পাতা চিবানো দেখে হতাশ হই আরকি। আপনাদের যদি অসহ্য লাগে তাইলে আমাদের কেমন লাগতে পারে বুঝে দেখেন। এইসব রাজাকারি প্রপাগান্ডা বাশের কেল্লায় করলেই আরো ভাল মানাত।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

রাহমান বিপ্লব. বলেছেন: লোল সামু হল 'বাঁধ ভাঙ্গার আওয়াজ'! অথচ আপনি কাঠাল পাতার খোজে আসছেন দেখা যায়! আপনি ছাগুর মত করেই আমারে 'নাস্তিক' বানায় দিলেন! কেমনে পারে ম্যান? মতের সাথে না মিললেই বাঁশেরকেল্লা!?


মুক্তবুদ্ধির চর্চা কাকে বলে অনুগ্রহ করে আগে একটু জেনে নেবেন। আমি আমার মতামত আমার ব্লগে প্রকাশ করেছি। যদি স্পেসিফিক আপনার বক্তব্য না থাকে আপনি আপনার বক্তব্য প্রকাশের জনয নিজের পৃষ্ঠা ব্যবহার করতে পারেন। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.