নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব.

মাতৃভূমিকে সাজাই সার্বজনীন মানবাধিকার রক্ষার যুক্তিনির্ভর মঞ্চ করে।

রাহমান বিপ্লব. › বিস্তারিত পোস্টঃ

সরকারের কাছে দাবি

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

সালাহউদ্দীন কাদের চৌধুরী এবং আলী আহসান মোঃ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে
তাদের ক্ষমা প্রার্থণার আবেদন পত্র দুটি (যদি তারা সত্যিই আবেদন করে থাকে) দেখতে চাই।

আর যদি এই দাবি না মেনে নেয়া হয়, তবে জেনে রাখুন, আমরা দেশবাসী এখন এই দাবি জানিয়েছিলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:

আপনাকে হয়তো দেখাবে না; আইনত: আবেদনের ফরম রক্ষা হবে নিশ্চয়ই।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রাহমান বিপ্লব. বলেছেন: দেশের মানুষকে দেখাতে হবে।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

অন্ধ বিচারক বলেছেন: কার কখন মৃত্যু আসবে কেউ জানে নারে ও মনরে ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

রাহমান বিপ্লব. বলেছেন: একমত

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কথাকলি কথাবলি বলেছেন: লেখক মনে হয় রাজাকারের বংশধর

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

রাহমান বিপ্লব. বলেছেন: যার মনে যা :)

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

নতুন বলেছেন: সেটা কাকে দিয়ে সত্যায়িত করাইতে হবে? ..১) খালেদা জিয়া? ২) পাকি প্রেসিডেন্ট ৩) ওবামা ৪) নুরা পাগলা

কারন কাগজ দেখালে বলবেন যে এটা মুজাহিদের সাক্ষর না।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

রাহমান বিপ্লব. বলেছেন: সাক্ষর তো মিলতেই হবে। তারা ঐখানে ছাড়া জীবনেও অন্য কোথাও স্বাক্ষর করেননি ভাবছেন তো?

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

ডিজ৪০৩ বলেছেন: অপেক্ষা করেন ঠিকই জানতে পারবেন , কারণ তাঁর শেষ মুহুত্তেও মিথ্যা সত্যর আলোয় ঢেকে যাবে ।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

রাহমান বিপ্লব. বলেছেন: অপেক্ষায়...

৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: হুম...

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

রাহমান বিপ্লব. বলেছেন: হুম :(

৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

লাজুক লতা আমি বলেছেন: তাহার লাগিয়ে আমার মন কান্দে ও আমার রাজাকার পাকিস্থানী বংশধর রে। :(( ;)

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রাহমান বিপ্লব. বলেছেন: :D কে যে রাজাকার, কে যে দালাল আর কারা যে বাংলাদেশী তা ঠিকই বেরিয়ে আসছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.