নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্যে আমি...

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮



এই শোন, হে তোমাকে বলছি।

নাও, গোলাবটি তোমার জন্যে...

এভাবে ডেব ডেব করে দেখছ কি?

নিতে মন চাইছে না বুঝি?

চাইবেও বা কেন?

অপরিচত জনের উপহার।

কিন্তু আমি যে অনেক কষ্টে

একটি ফুল কিনেছি; আজকের

দিনে তোমাকে দিব বলে...

ভাবছ, এ আবার কেমন পাগলামি?

যার সাথে আজই প্রথম দেখা, তাকে

দেওয়া জন্যে গোলাব কিভাবে ...

প্রথম তো দেখছি না আমি তোমায়?

রোজ দেখি, দূর আকাশে চাঁদের রূপে...

নতুবা, ঘুমের রাজ্যে স্বপ্নের রানী

হয়ে দেখা দাও আমায় তুমি...

বহু কাল ধরে খুঁজছি তোমায় আমি।

প্রচন্ড ভালবাসি আমি তোমায়। ভাবছ; এ

আবার কোন বখাটের পাল্লায়...

ভাবতে পারো তুমি তোমার যা খুশি; তবে

মনে রেখো, তোমার জন্য আমি হতে

পারি ভ্যালেন্টাইনের মতো;

নতুবা তার ছেয়েও ঢের মহান...

হতে পারি আমি তোমার জন্য; মজনুর চেয়েও

বিশাল বড় রকমের পাগল, নিতান্ত উন্মাদ...

আর কতক্ষন এভাবে গোলাপ হাতে

স্ট্যাচু অব লিবার্টি হয়ে থাকব...?

জানো, আমি আজ রক্ত বেচে

তোমার জন্যে এ রক্তিম গোলাপ

খরিদা করেছি...

তুমি যদি নাও, তাহলে

তোমার স্মৃতি রক্ষার নিমিত্তে আমি

তৈরী করব তাজমহলের চেয়েও

বিস্ময়কর কিছু একটা...

একটা সত্য কথা বলি? বলছি?

তুমি খুব একটা সুন্দর নও। তবে

লিওনার্দ্যাে তোমাকে দেখলে পৃথিবী

মোনালিসা নামের কাউকে আর চিনত না!

ভাবছ এ কোন ধরনের পাগলের প্রলাপ?

সত্যিইতো, তখন সে তো তোমার

জাদুময়তার আকর্ষণে জ্ঞান হারাতো...

আমি পৃথিবীময় খুঁজে বেড়াতাম তোমাকে।

অথচ তোমায় পাওয়া হতো না।

আর দেবদাসের চেয়ে জগন্য ব্যাথায়...

আমি কি কিছু ভুল বললাম?

নিলেনা তো তুমি? তাহলে তুমি বলে

দাও পৃথিবীকে, নতুন এক

প্রেমিকের বিসর্জন দেখতে...

তাকে তৈরী হতে বলো,

আরেক পেয়ালা বিষাদের

শরাব পান করার জন্যে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.