নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

সুখময় স্মৃতি....

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০





প্রথম কোথায় দেখেছিলাম তোমাকে?

স্মৃতির মলিন পাতা সাহায্য করছেনা আমাকে।

ঘোলাটে পদ্মপুকুরের পাড়ে পাড়ে ঘুরে,

যে বক শিকারি নেত্রে খাবার খুঁজে।



তারই মত উৎসুকে খুজেঁছি আমি,

মোহনীয় সাক্ষাতের সেই সুখময় স্মৃতি।

মাছের নেশায় এসে ব্যর্থ হয়ে ফেরা,

মাছরাঙ্গাটির মতো প্রতিনিয়ত ব্যর্থ আমার মেধা।



তবে আমার মাঝে অদ্ভুদ স্বভাব বাসা বেধেঁছে,

বাঙ্গালী হয়েও দুরন্ত বেদুঈনের দৃঢ়তা, মত্ত্বতা মেলেছে।

ডানা আমার ইচ্ছার দিগন্ত বিস্তৃত আকাশে,

আমার মন্ত্রমুº জয়ধ্বনি ঘুরে বেড়ায় বাতাসে।



অদম্য ঘোড়ার মরূর বুকে দর্পে বেড়ানোর,

মতো দম্বে ঘুরছি স্মৃতির মণিকোঠায়।

মেধার করিডোরে আছঁড়ে পড়ছে স্মৃতিটা,

যেন পরাজিত সৈনিকের ঢলে পড়ার দৃশ্য।



দেখেছে তোমায় প্রথম আমার দু’নয়ন,

মধ্য দুপুরে, মাঝ পুকুরে কাপঁছে তোমার লোচন।

দেখে আমার প্রাণ জুড়ালো মোহে,

মন বনিল পাগল তোর মায়াবী রূপে!



স্মৃতির সেই সুবর্ন পালক আজো,

হৃদয়ের গহীনে রয়েছে অক্ষত।...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.