নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

নার্গিস...

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

নার্গিস! আরে ফ্র্যান্স মিথের বুকে

নার্সিসাসের শব ছিড়ে জেগে উঠা

নার্গিস নও তুমি। আমি তো ইকোর মতো

দেবী ভেনাসের কাছে ভালবাসার

প্রতিদান খুঁজি নি? নও তুমি নজরুল

কাব্যের চিরঞ্জীব পঙ্কতির করুণ সুর ।

তুমিতো আমার প্রতিটি অভিমানি শ্বাস

প্রশ্বাসের শবছেদী অনন্য পুষ্পের নাম।

না পাওয়ার বেদনায় কম্পিত হৃদস্পন্দনের

উঞ্চ আদরে জন্ম নেওয়া স্বর্গীয় ফুল তুমি।

স্নানঘরের নির্ভেজাল দর্পনের মুখোমুখি দাঁড়িয়ে ;

আমার প্রতিবিম্বের উপর যার অবিনাশী ছবি

অপলকে আমার হৃদয় ছিড়ে ; সে নার্গিস তুমি।

বিষন্ন বিকেলে সিগারেটের ধোঁয়া ছেড়ে

শূণ্যের বর্ণহীন ক্যানভাসে যার অক্ষয়

সুবর্ণ মূর্তি আকিঁ ক্ষনে ক্ষনে ; সে নার্গিস তুমি।

রক্তিম গোলাবে নয়, জ্বলন্ত সিগারেটের অগ্রে

যার লজ্জাবনহত রাঙা মুখ আমার অনুভবের

বারিধিতে জোয়ার ডাকে ; সে নার্গিস তুমি।

স্নানঘরের লালচে দেয়ালকে যার উঞ্চ তনু

ভেবে আমার উলঙ্গ দেহে বহ্নি জ্বলে ; সে নার্গিস তুমি।

যার কমলার কোয়ার মতো ঠোট ভেবে শক্ত দেয়ালে

আলতো কামড় বসাতে উন্মাদ হয়ে উঠি ; তুমি সেই ;

সেই নার্গিস তুমি। একান্ত আমার নার্গিস...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.