নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

অসময়ের ঝগড়া

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

বিবাদের কি আছে? এঁড়ে তর্কের

ফানুস উড়ানোরও কিছু নেই।

হাঁচা কথা বলো। হাজারো দুখের,

দুর্বিসহ হলেও মাথা পেতে নিবো।

সবার অলক্ষে অজান্তে ঝরাবো

নয়নাসার। ঠের পাবেনা কেও। আমি

তো আর ছেঁড়া কাথায় শুয়ে কোটি

টাকার খোয়াব দেখছিনা! তুমি বলেছিলে,

ভালবাস আমায়। তায় এখনো লাটাই হাতে

অবাক লোচনে তোমার নাঁচ দেখছি,

মেঘাত্যয় আকাশের রঙিন মঞ্চে।

হাতের স্পর্শ ছোঁয়াতে চাইছি,

তোমার নিটোল অধর যুগলে।

আমি হাত বাড়ালাম, তুমি কি

রাখবা এই হাতে হাত? হ্যাঁ,

যদি রাহুর দশাতে শক্ত করে হাত

ধরে রাখার মতোন সাহস থাকে

তো রাখো। যদি ফের চলে যাওয়ার

কথা কষো, তো তোমার গোলাপি চঞ্চু,

রঙচটা শাড়ির আঁচল, বাধ্য শাড়ির প্যাঁচে

আবৃত কোমরের মনোহারিণী ভাঁজের

কাঁপন রুখতে পারবেনা আমায়। বলে রাখলাম

কিন্তু। এসব তোমার কাছে ভানুমতির লীলা

ঠেকছে? বেশ ভালো। দ্যাখো, ভাল করে

দ্যাখো, যে দিন অস্পৃশ্য ঐ রাতের কাথাতে

জোনাকি হয়ে জ্বলজ্বল জ্বলবো....

দ্যাখো তুমি মনের সুখে দ্যাখো.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.