নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

পাগল আমি না আপনি উন্মাদ...?

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:০১

‍‍"ভালবাসি, হ্যাঁ খুব ভালবাসি তোরে;

নিজের জীবনের চেয়ে বেশী ভালবাসি।"-

অন্ধকার রাতে হাতের ফাঁকে বন্ধি জ্বলন্ত

সিগারেটকে লক্ষ্য করে অনিমেষ এসব কথা

গলা ফাটিয়ে বলে চলছে এক যুবক। যে কিনা

আবার টঙের এক কোণে বসে তেরফালের ফাঁক

পেরিয়ে আকাশে ঝুলানো চাঁদ দেখার চেষ্টা করছে!

তাকে দেখে আমার নিতান্ত এক উন্মাদই মনে হয়েছে।

অযুত প্রেমিককে দেখেছি, তাদের প্রেয়সীর হাত

ধরে, হাঁটু গেঁড়ে বলতে শুনেছি এসব ডায়লগ। জীবনের

প্রথম দেখা এমনতর বদ্ধ আর মস্ত পাগলের সাথে!

তার পাশে বসে জিগাসিলাম, পাগল হয়েছো কবে

থেক? ঘরের কেউ কি জানে এ খবর..? সে হা করে

তাকিয়ে আছে। যেন পিরামিড়ের উঁচা থেকে পড়ে কেউ

বেঁচে আছে- এমন বিস্ময় নিয়ে..নতুবা গত রাতের ধুমধুমিয়ে

পড়া টাড়ার পড়েছে তার মাথায়! ক্ষনকাল পরে বুলি নয়

যেন গুলি ছুটিলো তার মুখ থেকে! " কেন পাগল হতে যাবো, হ্যাঁ?"

আমি লা-জাবাব... মাটির বুকে চোখ নামিয়ে নিলাম অজানা ভয়ে।

সে আবালার ছুটালো বারুদ তার মুখ-বন্দুকের নল থেকে...

"আচ্ছা জনাব আপনিই বলুন, কতো মেয়ের পেছন পেছন ঘুরেছেন,

আপনার নিরেট প্রেম নিবেদনের আশায়? কতো নারীর বড়দার হাতে

লাঠি-পেটা জুটেছে আপনার কপালে; আপনার স্বর্গীয় ভালবাসার অপরাধে?

কতো বকা শুনেছেন আর মুখে ঝাড়ুর বারি পড়েছে আপনার; শুধু

পছন্দের মেয়েন হাত ধরে ঘুরে বেড়ানোর দায়ে? কতো রক্ত ঝরেছে

আপনার হৃদয় বেদ করে; প্রেমাস্পদের অবহেলা হেতু..? এবার খাতা-কলম

নিয়ে হিসেবে বসুন তো... কতো মেয়ের কপালে আপনার দু:খে ভাজ পড়েছে..?

চোখ ফেটে জল? সেতো বন্ধ্যা নারীর সন্তান লাভের আখাঙ্কা! এমন নারীর

সংখ্যা শুণ্যের কোঠায়... তায়তো? অথচ দেখুন, কতো অগনিত সিগারেট

জ্বলে জ্বলে নিঃশ্বেষ হয়ে যাচ্ছে এ বলে- "তুমি শান্তির লেপ জড়িয়ে ঘুমাও।"

আমার কাছে তােদর কোন যৌতুকের দাবি নেই। নেই তাদের সুখ দেয়ার

আবেদনও। দাঁড়ান বাবু, কথা আরো আছে আপনার সাথে। এবার বলুন,

পাগল আমি না আপনি উন্মাদ?" আমি দেয়ার মতো মনঃপুত জাওয়াব খুঁজে

পাচ্ছিনা। সত্যিই তো বলেছেন তিনি। এ মহাসত্য, পরম সত্য, অবিনাশী হাঁচা

কথা; এ কথা কেমনে খন্ডায় বহুরুপী নারীর আঘাতে আঘাতে ক্ষয়িষ্ণু আমি..?

এতো শক্তি, এতো সাহস তো কোন নারী আমার হৃদয়ে ঢেলে দেয়নি?

এতো ভালবেসেছিলাম, তবু তো সে এক জাররা সুখ কিনে দিতে পারেনি আমায়..?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.