নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

অশ্রু-তঞ্চন...

১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১০

ক্ষতস্থানে রক্ত যখন জমাট বাঁধে,

তখন রক্ত আর গড়িয়ে পরে না।

রক্ত কখন জমাট বাঁধে জানো!

জখমটা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে,

তখন অনুচক্রিকারা উঠে পড়ে লাগে রক্ত-তঞ্চনে।

অনির্বচনীয় দুঃখের আঘাতেও

আখিঁতে আমার অশ্রুর দেখা মেলে না।

তারও বুঝি অনিবার্য কারণ এটি ?

শরীর যতটা কোষ নিয়ে গঠিত,

তার চেয়ে ঢের বেশী দুঃখ কামড় বসিয়েছে

দেহে; অথচ কান্নার নাম গন্ধ নেই!

কাঁদতাম, প্রচুর কাঁদতাম আগে;

জ্বলজ্যান্ত মানুষের ঘাড়ে ছুরি বসালে

যেমন ফিনকি দিয়ে রক্ত বেরোই;

সেভাবে নয়নজুড়ে নামত শ্রাবণধারা।

এখন কাদঁতে জানিনা, অশ্রু কি জিনিস

ভুলে গেছে আঁখিরা। কাঁদতে চাইলেও ভেতরের

অনুভূতিরা অশ্রুবিন্দু গুলোকে উৎস মূলে গিলে নেয়।

হৃদয়ে মহাযন্ত্রনাদায়ক এক অশ্রু-তঞ্চন চলছে ...

বিধাতা, জখম দেয়ার লোক তো ঢের দিয়েছো

আমার চার পাশে; কই? তার পরিচর্যা করার মতো

কাউকে তো পাঠালে না! কেন এমনটা করলে???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.