নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

এ পৃথিবীর কাউকে বিশ্বাস করতে নেই...!

২০ শে মে, ২০১৪ দুপুর ১:১৫

বন্ধু,

শান্তি নিকেতনে বহ্নি জ্বালিয়েছিস তুই।

বিশ্বাসের কষ্টি-পাথর আঘাতে চূর্ণ করেছিস তুই।

অভিজ্ঞতালব্ধ জ্ঞানে কাঁদা মেখেছিস তুই।

জানা ছিলো, প্রেমিক-প্রেমিকার মাঝে ভূল বুঝাবুঝির অম্ল-বৃষ্টি নামে।

জানা ছিলোনা, বন্ধুর মাঝেও অবিশ্বাস পেখম তুলে নাঁচে।

জানিস? তুই কে আমার জীবনে?

এই দেখ, হৃদয়ের এখানটাতে এক সিংহাসন গড়েছি,

যার প্রতিটি ইট বিশ্বাসের অনলে পুড়ে খাঁটি হয়েছে,

যে সিংহাসনের আস্তর করেছি পরম যত্নে নিরেট ভালবাসার সিমেন্টে।

গোলগাল চাঁদের রুপের ভেলকি, তাজমহলের চাকচিক্য

আর ইতিহাসের বরপুত্রদের প্রাসাদের মেকি আলোকছটা,‍

‍‍‍‍‍‍"বন্ধু তোর জন্য গড়া" এ মসনদের সম্মুখে ফিকে হয়ে আছে!

অথচ তুই কিনা লাথ মেরেছিস অবশ্বিসাসের জুতা পায়ে তাতে!

একলা পথ চলতে চলতে যখন মন উদাসী হতো

তখন কানে কানে তুই তো বলতিস, "তোর পাশে আছি বন্ধ"।

আঁধার ঘরে বসে যখন গান শুনতাম

তখন অনুভূতির পাজরে তুই তো চিমটি কাটতিস!

ভূথ-এফ-এম শুনতে শুনতে ভয়ে আচমকা কাথা মুড়াতাম,

অবিনাশী ছায়া হয়ে তুই তো জড়িয়ে ধরে শান্তনা দিতি!

শঙ্কার ছাপ মুছে সুখের গান লিখে দিতিস তুই তো বন্ধু!

তাহলে আজ কেন অবিশ্বাসের শয়তান আমাদের মাঝে,

তার বত্রিশ দন্ত খুলে হাসছে ভয়ঙ্কর হাসি?

আজ কি তাহলে বিধাতা আমাকে বলছে,

বন্ধুকে কেনো? এ পৃথিবীর কাউকে বিশ্বাস করতে নেই...!





ধন্যবাদ: আমার সবচে কাছের বন্ধ নিশাদ রোজ ( হয়তো আমি ভাবি কাছের বন্ধু, ও ভাবেনা )। ওর অবিশ্বাস জন্ম দিয়েছে আমার হৃদয়ে এ কবিতার। তায় বলতে হয় আরেক বন্ধূ মানিকের মতো... অল ক্রেডিট গোজ টু নিশাদ রোজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.