নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দ, র্নিবাক র্দশণ

২৮ শে মে, ২০১৪ রাত ৯:১৩

অনেক দিন পর (যেন শত শত বর্ষ পরে)

আচমকা দেখা হলো তোমার সাথে!

ছ'পাঁচেক মুহুর্ত চারটে আঁখি প্রাণভরে

প্রাক্তন ভালবাসার সুখ গিলছিলো।

যেন মদ পান করছিলো তৃষ্ণার্থ

আর নেশাখোর বেয়াড়া লোচনগুলো!

রা-কাড়িনি কেউ! নির্বাক, নিঃশব্দ দর্শণ!

তুমি পাশ কেটে চলে গেলে। আর আমি?

মন চাচ্ছিলোনা আমিও ফিরিয়ে নিই চোখ।

তবুও বখাটে নয়ন যোগল ফিরিয়ে নিই।

রঙিন গ্লাস খুলে চোখের কোণ থেকে

বিন্দু বিন্দু জল আঙুলের ডগায় নিয়ে দেখছি,

প্রতিটি অশ্রুনীর হৃদয় ছিঁড়ে নিয়ে এসেছে

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যাথার গ্লানি...

-------------------------

-------------------------

হৃদয় সিন্দুকে হন্যে হয়ে খুঁজছিলাম

তোমার নামের মোহর মারা নথি-পত্র।

যেভাবে অফিসের কর্মচারী খুঁজে মরে

হারানো "জরুরী ফাইল" সেল্ফের আনাচে-কানাচে।

পাচ্ছিলাম না। তার মানে এই নয় যে,

নতুন কোন রমনীর নামে খোলা ফাইলের

স্তুপে চাপা পড়েছো তুমি আর তোমার স্মৃতি!

বরং তার মানানসই কারণ তো -হৃদয়ের

তুলতুলে নরম মাংসপিন্ডের উপর তোমার

লেপে দেয়া- দুঃখের গাঢ়, কালচে প্রলেপ!

তুমি তো জানোই, অন্ধকার গৃহে কালো বেড়াল

খুঁজে বের করা পৃথিবীর সবচে' দুরূহ কম্য।

আর আমি তো এ মুহুর্তে সেই দুঃসাধ্য র্কমেই

কোমর বেঁধে নেমেছি! তা নয় কী?...



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.