নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আত্মার প্রলাপ...

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৭



কতো সুখকর হতো?

যদি ছেলেবেলার খেলাছলে তৈরী,

বালির প্রাসাদ বাস্তবতার দর্শন পেতো।

ভুলে যেতে হতো না আমার,

অভাগা পিতার আশা আকাঙ্খা।

সকল দুঃখ আমার ধেয়ে যেতো,

চোখে সুখের নেশা দেখে।

দুর্ভাগা বেদুঈনের মতো,

ঘুরে বেড়াতে হতোনা এ বাড়ী ও বাড়ী।

মায়ের লজ্জা নিবারণের তরে হতো ভাল শাড়ি।

দৃপ্তকন্ঠে বলতাম আমি,

সাধ্য কী তোর দুঃখ আমার পাদুকা ছুঁবি

চোখের পানি বিফল হয়ে রাঙ্গা মুখে ফিরতো বাড়ী।

কতো মধুময় হতো!

যদি ছোট্ট বেলার দিদির হাতের ওয়াহাবী

লতার বালা, হতো কোটি টাকা দামী।

মলিন মুখে ডুব দিতনা,

নিরপরাধ মিষ্টি আমার দিদি দুঃখে।

হতামনা আমিও দাদা এমন ব্যর্থ, মেটাতে যৌতুক দাবী।

দূর অন্তরীক্ষে ঘুরে বেড়ানো,

শকুনেরা অশুভ নৃত্যে উঠতো না মেতে।

অনাহারে মৃত আমার সহোদরের শবের উপর,

শয়তানের বিচ্ছিরি উলল্লাস,

কাপিঁয়ে দিতোনা আমার হৃদয়ের কোমাল আকাশ।

শুনিতো না আমার সজাগ কর্ণ কোহর আর্তনাদ ।...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.