নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

পদ্য ও পদ্যভূকের কূটকচালী

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

হে কবি,

বন্ধ করো তোমার নিষ্পেষণ।

তোমার বিচ্ছিরি এ যাতনা আর সইতে পারছিনা।

আমার চোখ ছিঁড়ে শ্রাবণধারা নামে,

তোমার দুঃখ বোঝা বইতে গিয়ে। আমি কি দুখের খনি?

নাকি যাতনা সায়র? তোমার পুঞ্জিত দুঃখ-যাতনা

আমার গর্ভে ঢেলে দাও নিবৃতে... কোন অপরাধে?

আর হ্যাঁ শুনো কবি,

বিধাতা কি তোমাকে শুধু কষ্টের ঝুলি দিয়েছে?

সুখের অনুভূতি দেয়নি?

কেন শুধু শুধু ছড়িয়ে দিয়েছো আমার রন্ধ্রে রন্ধ্রে

বিরহের নীলাভ, কলুষিত বেদনার রঙের নাহার?

ব্যস্ অনেক হয়েছে কবি।

এবার আমাকে নিষ্কৃতি দাও। হাফ ছেড়ে বাঁচিবার চাই আমি।

সুখ-খোর কোন পদ্যভূকের সন্ধানে নামি।

পদ্য, প্রয়েসী আমার;

তুমিই যখন চোখ রাঙালে,

দ্যাখো, ছুঁড়ে দিলেম কলম আর ছিঁড়ে উড়িয়ে দিলাম কবিতার খাতা।

আমি তো তোমার শরীরে সুখের সুড়সুড়ি দিতে পারবোনা।

সে অবশ্যি আমার ব্যর্থতা, তায় হাত গুটিয়ে নিলাম।

যার ছুঁয়াতে আমার অনুভবে সুখের কাব্য রচিত; সে তো নেই পাশে?

দূরে, অজানা মঞ্জিলে তার মসনদ গেঁড়েছে সে!

তায়তো তোময় আপন করে নিয়েছিলাম।

হৃদয় নিংড়ানো সব দুখের বিষাক্ত রস তোমার মাঝে ঢেলে

শান্তি ভিক্ষে করেছিলাম। অবশেষে তুমিও পর করে দিলে?

ঠেলে দিলে দূরে? ঠিক আছে তোমার ইচ্ছে প্রধান।

দ্যাখো, মস্তিষ্কের নিউরন ছিঁড়ে নিয়েছি।

আর কোন কবিতার জন্ম হবেনা কখনো সেথায়।

জানি জন্মালে দুখের ফ্যাকাসে রঙের কালিতে লিখা হবে

সে কবিতা; তায় হৃদয় পিঞ্জর খুলে দিলেম। মুক্ত করে দিলেম

তোমায় আমার বেদনার বাঁধন থেকে।

আর ভুলেও ভাববোনা, দুঃখ গেঁথে গেঁথে,

কবিতা তোমার গলায় নিশিথ-রাতে,

একলা ঘরে ভালবেসে মালা পরানোর কথা...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.