নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

চোখ যদি হয় তোর ...

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

চোখ যদি হয় তোর মেহেদী গাছ,

পাতা বেটে মন রাঙাতাম।

চোখ যদি হয় তোর স্বর্ণখনি,

দস্যু হয়ে লুটে নিতাম।

চোখ যদি হয় তোর শস্য ক্ষেত,

কৃষক হয়ে চেষে দিতাম।

চোখ যদি হয় তোর সরষে ফুল,

ইচ্ছে করে দেখে যেতাম দিন কিবা রাত।

চোখ যদি হয় তোর বিরাট নদী,

সাতরে পাড় খুঁজে নিতাম।

চোখ যদি হয় তোর পূর্র্ণিমা চাঁদ,

জোছনাগুলো পকেট ভরতাম।

চোখ যদি হয় তোর সূয্যিমামা,

মরুপথে হেঁটে যেতাম দুপুর বেলায় ।

চোখ যদি হয় তোর মেটো পথ,

কাঁদা মেখে পড়ে রইতাম।

চোখ যদি হয় তোর অগ্নিকুন্ড,

ইচ্ছে করে পুড়ে যেতাম।

চোখ যদি হয় তোর নরক তবু,

হাসি মুখে ঢুুকে যেতাম তোর নেশায়।

চোখতো তোর চোখই আছে,

তায় ভাবনারা মরছে কেঁদে।

[ স্বীকারোক্তি : জানি এটা কবিতা হয়নি। গানও না। তবুও ভাবনায় এসেছে বলে লিখে ফেল্লাম। ক্ষমা পরবেন। এই আশা সুহৃদ পাঠকের কাছে। ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.