নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

জ্বলন্ত আগুনের বুকে...

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৩

জাব্বার আলী কারিগর,

বাড়ি তাহার মালিঘর।

দুঃখের বোঝা বহেন,

পেশা তাহার অনেক।

ইন্টার পড়েও বেকার,

করেছে নতুন নেকাহ।

বধুর নাম মিশু,

মনটা তাহার ভীতু।

ইচ্ছেকে দেখিয়ে পিঠ,

ভাঙ্গছে দেখ ইট।

সংসার চালানোর আশায়,

নামছে দেখো কাদায়।

হাজার টাকা নিয়ে,

অবাক বাজারে গিয়ে।

পিয়াজঁ মরিচ তেল,

কিনেই টাকা শেষ।

আলীর বদনে খেলা,

করছে পাংশু মেঘের ভেলা।

বাড়ি ফিরে দেখে,

বউ রয়েছে রেগে।

জ্বালানি নেই ঘরে,

উপোসে মরতে হবে।

অভাব দেখেও যবে,

প্রভূ রহিলো বসে।

বাচাঁতে তাহার প্রিয়জনে,

সনদগুলো উনুনে দিল ভরে।

জ্বলন্ত আগুনের বুকে,

নাচঁছে সেসব সুখে।...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.