নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

এসব নিয়ে কি বেঁচে থাকা যায় না?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

১৪ই আশ্বিন।
আমার মাটির পিঞ্জরে অনুভুতি ঢুকে পড়া দিবস।
বড়দের ভাষায়, আমার নষ্ট জীবনের সূচনা!
প্রথম দেখেছিলাম তোমাকে। সন্ধ্যার গোধুলি মেখে
ছাদে বেট ও বল নিয়ে দৌঁড়াচ্ছিলে। ভাললাগা আর
ভালবাসা এসব বখাটে অনৃভুতিরা হৃদয়ের কোমল
স্থানে সুড়সুড়ি দেয়া শুরু করেছিলো।খুব ভাল লাগতো।
হাজারো ব্যস্থতাকে ফাঁকি দিয়ে হাজির হতাম ছাদে।
মাঝে মাঝে মনে হতো তুমি শারাপোভা তখনই মন
আবার জেদ ধরে বলতো না, তুমি সানিয়া মির্জাই সহীহ।
বুড়োরা তখন বলাবলি করেতা, তুমি আমার জীবন বই এ
নষ্ট অধ্যায়ের উপক্রমনিকা লিখা শুরু করেছিলে! ছেহ্!
--------------------------------------
--------------------------------------
দৌড়ঝাপ দিয়ে ফের এসেছে দিনটা ঠিক; কিন্তু এলোনা
সেই মাহেন্দক্ষন!ছাদের সমতল জিগরে তোমার অদম্য
ছুটাছুটি নেই।আমার নয়ন জুড়ে রিক্ততা আর জিজ্ঞাসা।
কেমন যেন সুনসান নিরবতা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে।
ঘুমের ঘোরে আর চেতনে আমার হৃদ-নগরে এই দিনের
অভিবাদনের প্রস্তুতি চলে;অবশেষে যখন আসে আখিতে
বহ্ণি জ্বালিয়ে যায়।মন খারাপের বরফ গলে গড়ে বন্যা।
----------------------------------------
----------------------------------------
জীবনে কিছুই হতে পারিনি। নিষ্কর্মের ঢেকি হয়েছি শুধূ।
একে একে সব হারিয়েছি। পরিবারের বিশ্বাস, ভালবাসা।
সমাজে সম্মান আর এই.... সেই কত কি পুড়েছি নিজের হাতে।
প্রাপ্তি শুধূ তোমার চোখ-ভরা নেশা,তোমার অকৃত্রিম ভালবাসা।
এসব নিয়ে কি বেঁচে থাকা যায় না? মনের প্রশ্নে হুট করে মনই
বলে উঠে, যায়তো; বেশ যায়।সুখে নিদের পাড়ায় বেড়ানো যায়!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় অনেক আবেগ টের পেলাম +

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.