নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

...প্রতীক্ষা...

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৭

আজন্ম যে বৃষ্টির প্রতীক্ষায় ছিলাম, যার
স্রোতে জীবনের সব দঃখ-ক্লেষ আর গ্লানি
ভেসে যাবে ভেবেছিলাম; অবশেষে নীরবে
বয়ে গেলো তা...হৃদয়ের গহীনে সুখের
স্যাঁতস্যাঁতে আস্তর লেপে দিয়ে গেলো।
কে ভেবেছিলো? তোমার ভেজা কালো চুল
গড়ানো ক'ফোটা জলের ত্বা'ক্বাত, মেঘ ছিড়ে
বেরিয়ে আসা অগনিত জল-বিন্দুর ছেয়েও
গভীর হবে!হয়তো খোদাও ভাবেননি!
কী মহা শক্তি তাহার! কী অদ্ভূদ, অবিশ্বাস্য
ছোঁয়া তাহার!আলিঙ্গন তার কী মঞ্জুল!চুম্বনে
তাহার কত আশা, বিশ্বাস আর দৃঢ়তা!
কাঁদায় কাঁদায় ভরে যাওয়া মনের শত শত
ক্রোশ ভেতর থেকে কি আর অমনি অমনি
ভালবাসার অবিনাশী বীটপী গজিয়ে উঠলো?
না, এ তোমার আর তোমার সিক্ত কেশব কেশের
মনমাতানো কারিশমা বৈ আর কিচ্ছুটি না।

[ উৎসর্গ : স্যার...অটোগ্রাফ...প্লীজ। গজ কয়েক দূর থেকে দৌড়ঝাপ দিয়ে আসা এক ছেলে ব্যাগ থেকে কলম আর ডাইরি এগিয়ে দিয়ে বলল। আমি হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কিচ্ছুই করতে পারলাম না।আমার উত্তরের প্রতীক্ষা না করে সে আবার বলল, আমি ঢাকায় থাকি। ভার্তি পরীক্ষা দিতে এসেছি। ভাবতে পারিনি আপনার দেখা মেলবে! এরপরও যখন আমি নিথর, সে তাড়া দিলো, স্যার পরীক্ষিা শুরু হযে যাবে। আমি তার ডাইরিতে কী লিখেছি মনে নেই। তবে হ্যাঁ এতটুকু মনে আছে, ক'ফোটা অশ্রু তার ডাইরীতে লেখা লাইনটা ঝাপসা করে দিয়েছে। ও আবারও শুধালো, স্যার.. আপনার কবিতার বই কোথায় পাবো? ঢাকায় অনেক খুঁজেছি। পাইনি। কেন বলুন তো?
-----------------------------------------------------------------
ওরে কেমনে বোঝাবো? আমি আবুল মার্কা একটা কবি। আমার বই তো ছাপানো হয়নি এখনো। আর কোন প্রকাশককে ছাপাতে পাণ্ডুলিপি পাঠালে তাও স্টোর রুমে স্থান পাবে।
কিছুদিন ধরে কবিতাকে ছুটি দিয়ে রেখেছিলাম। এ যে খুব বড় অন্যায় করেছি তা বুঝতে পারিনি। আজ চবি তে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে মনে হলো অন্যায়টা বড় মাপেরই হয়েছে।আমি হয়তো ভুলে যেতে বসেছিলাম কবিতা আমার জমজ বোন। আমার বিশ্বাস। তারে কেমনে দূরে রাখি।হোক তা মিনিট কিম্বা মূহুর্তের জন্য!আমি ছেলেটিকে ভক্ত বলা অনুচিৎ মনে করছি। বন্ধু বলেই ডাক পারি। কবিতা টা অচেনা বন্ধুটিকেই উৎসর্গ করলাম।]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.