নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

ভুলে গেছিস?

১৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

‍‍‌'কিরে তুই কেমন আছিস?কেমন কাটছে দিনকাল?
উড়ো চিঠি পেয়ে ভটকে গেলি মনে হয়? আয়ত
নয়নযুগল কপালে উঠানোর মতো কিছু কি ঘটেছে?
আমার তো মনে হয়না? ভাবছিস কে আবার তোমার
কাছে 'তুই-তাই' সম্বোধন করে চিঠি লিখলো?
মনে আছে তুর রিক্সার হুট তুলে বৃষ্টিতে ভেজার
দিনগুলো? ভুলে গেছিস? কুচ পরওয়া নেহী...
দেখতো মনে পড়ে কিনা একই ছাদে বিপরীথমুখী
দাঁড়িয়ে ঝোছনা প্রপাতে স্নান করার ক্ষনগুলো?
তাও ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তুর হৃদয় থেকে
বদ,কুলাঙ্গার,বখাটে আর গোয়ার মহাকাল?
আচ্ছা ওসব বাদ দে। দেখতো মনে পড়ে কিনা?
পদ্মপকুরে চার পা ডুবিয়ে পাশাপাশি বসে,অভিমানে
নিশ্চুপ অশ্রু ঝরানোর দিনগুলোর কথা? তাও
খেয়ে ফেল্লো তুর জীবনে আসা পরিবর্তন নামের
ঊর্মি...? ভুলে গেছিস আমি আর আমার অস্তিত্ব?
তাহলে আর মনে করিয়ে দেয়ার অপচেষ্টায় নামবো না।
উড়ো চিঠি বেনামেই পরে থাকুক তুর ময়লার ঝুড়িতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.