নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আশা এসেছে ফিরে.....

১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

ঐ দেখ চেয়ে, প্রভাত ফুটিছে পুবে;
সোনালী রঙ্গের আলো, পড়ছে দেখ নুয়ে।
হাকিঁল তরূণ জোরে।
কী চাইছিস তোরা? কীসের এত নেশা;
মরার জন্যে তোরা, কেন এত ক্ষেপা।
বলিল বৃদ্ধ ক্ষোভে।
বলছি দেখ চেয়ে, রাত্রি ফিরেছে নীড়ে
শুনেছি প্রভাতের মুখে, আশা এসেছে ফিরে।
হাকিঁল তরূণ জোরে।
বড় অবাধ্য তোরা, মানিস না কোন মানা;
বলছি তোদের হাত পা, ভাগ্যের কাছে বাধাঁ।
শুধাল বৃদ্ধ রোষে।
কীসের এত ভয়, করবো মোরা জয়;
ভাগ্যের কাছে হারা, বীরের স্বভাব নয়।
শুনাল তরূণ জোশে।
বড়ই অবুঝ তোরা, বুঝিস না কোন কথা;
বুঝবি কী তবে, যবে হবে পটল তোলা।
বুঝাল বৃদ্ধ শেষে।
শুনুন তবে, মৃত্যু শেষ কথা নহে;
সত্যের পথে মৃত্যু, ক’জনের ললাটে রহে।
কহিল তরূণ ভেবে।
বুঝিনা বাপু, তোদের জীবনের রসায়ন;
নিজের ইচ্ছায়, নিজের প্রাণ করিস নিবেদন।
বলিল বৃদ্ধ রেগে।
নিগুড় রাতের আধাঁর ছিড়ে, আলোকিত ভোর এনে
পথভ্রান্ত মানুষের ক্রোড়ে, সফলতা দিব ফেলে।
শুধাল তরূণ ভেবে।...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লাগলো

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.