নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

বিরহ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩

প্রেমে সব আনন্দঘন, সুখকর। এই তো সেদিন,
আমার বাহুবন্ধনে কয়েদি হবেনা বলে সুদৃঢ় ওথ
করে বসলো সে। চেয়েছিলো সে বিরহের রঙ মাখাতে;
উল্টো অবর্ণনীয়, শ্রেষ্ট সুখের স্পর্শ পাই প্রিয়ার অনুরাগে।
হে নার্গিস, ন্যাকামো বন্ধ করো। যদি প্রস্থানের অটুট
ইচ্ছে থাকে পারস্যের প্রাসাদতম তো যাও; তবে হাসি-মুখে।
তোমার বিরহ আমাকে জ্যান্ত পুতে ফেলবে না। অপরাধ তোমার;
আমি নিষ্কলুষ। স্বাচ্ছা আশেক মজনুর চেয়েও।
প্রভু ভেনাসের রক্তচক্ষু তোমাতে আঁছড় দিবে সে ভয় হয় শুধু।
তোমার অশ্রুনীর চিকুর বেগে ধেয়ে আসা বুলেট যেনো! দিল
ভাঙে যেনো টুইন টাওয়ার ধ্বসছে পুনঃ! নয়ন ফেড়ে জল খসে।
বিরহ যে হাউজে কাউছারের পাড়ে জমা অমৃত সে তো জানালে তুমিই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল হয়েছে --- আরো লিখুন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১২

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.