নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

.....আমার অস্তিত্ব আর অবলুপ্তির হেতু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

ক্যামনে দিবো তার রূপের বয়ান? এতো বড়ো
কবি তো আমি নই! চেহারার উজ্জ্বলতা বিদগুটে
আঁধারে আলোর বন্যা বয়ে দেয় যেন এ পৃথিবীর
প্রবীণতম সন্নাসীর জ্বালানো সন্ধ্যা-প্রদীপ। স্পর্শ
পেলে মনে হয়, দেহ তার উছরো পোকা কিম্বা কচি
ইছহাল বৃক্ষে বানানো মিছওয়াক। খোদা সব
কোমলতা যেন ঢেলে দিয়েছে তার আবরণের গভীরে!
অযুত সুসজ্জিত রমনীর মাঝে মুয়ামীকে দাড় করিয়ে
দাও। আর উপভোগ করো, সম্মুখের উদ্যত আর নিস্তেজ
সব পুরুষোচিত দৃষ্টির অবিরত নষ্ট কবিতার অনন্য পাঠ।
মরদের যৌবনে ভাটা পড়লে নাকি ভালবাসায় ছিড় ধরে,
অথচ এক পা কবরে দিয়েও আমি শুধু তোমাতে মশগুল।
এখনো তুমি্ই আমার অস্তিত্ব আর অবলুপ্তির হেতু হয়ে আছো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৫

নিলু বলেছেন: শুনেছি , বুড়া হলে নাকি , ভালোবাসা বাড়ে , লুপ্ত/ বিলুপ্তি নাকি উৎপত্তি থেকে হয় , লিখে যান

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: টিনএজ এ কি ভালবাসা কমে? আমার তো মনে হয় না আপু। আর লুপ্ত/বিলুপ্তি কথাটা ঠিক বুঝা আসলোনা। একটু বুঝাবেন প্লিজ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.