নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

নষ্ট প্রেমের হালখাতা (১)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩২

শোনো; কতো বন্ধু আমার সঙ্গ ছেড়েছে অজান্তে,
সুহৃদরা করেছে কতো কাদা ছুড়াছুড়ি ঘেন্না করে
স্রেফ তোমাকে ভুলছিনা বলে। অগণিত ভয়ঙ্কর রজনী
ধেয়ে এসেছে মহা প্লাবনের মতোন-আমি যখন তোমার
নেশায় টুপভুজঙ্গ হয়ে জোছনা স্নানে ছিলাম- নিষ্কলুষ
ভালবাসার এমতেহান নিতে। তুড়ি মেরে সব মুছে
আমি বিজয়োল্লাসে মেতেছিলাম তোমার চোখের
গভীরে মহব্বতের ঊর্মিমালার মাতাল নৃত্য দেখে।
তোমায় ভাবতে ভাবতে অনুভূত হলো রাত তার
মেরুদন্ডের আয়তন বাড়িয়ে নিচ্ছে। নিতম্ব পিছিয়ে
নিলো সীমাহীন দূরে। জিগর ফুলিয়ে দাঁড়ালো আমার
অভিমুখে। হুঙ্কারে আমার নিস্তব্ধ পৃথিবী যেন মাতম
করে উঠে। হে প্রলম্বিত রাত্রি, গুটিয়ে নে তোর আয়তন।
অদ্ভুত তুই তো কাটছিসইনা! অনড় দাঁড়িয়ে থেকে মর্মজ্বালা
বাড়াচ্ছিস শুধু! তুর বুকে নক্ষত্রগুলো ও অনূঢ়ার বুকের স্তনের
মতোন নির্লজ্জ স্থির দাঁড়িয়ে! কী অমন হয়েছে তুর? নাকি
চাঁদ তুর নিবেদনে ভ্যাংচি কেটেছে? তার বিরহে মূঢ় হয়ে আছিস?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.