নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

কাপুরুষ নয়তো ...?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

সতের কি আঠারো কোটি বাসিন্দা,
যার অর্ধেকের বেশীতো মরদই;
কিন্তু সব শালা কাপুরুষ। মরদের কলঙ্ক।

তুর সামনে একটা মেয়ের ইজ্জত লুটে নিলো;
নির্বাক তাকিয়ে থাকলি? উপভোগ করলি লাইভ পর্ণো?
শালা কাপুরুষ না বলে কী বলবো তুরে? হ্যাঁ?

তুর চোখের উপর একটা নিষ্পাপ বাচ্ছা পুড়িয়ে মারলো;
আগুনের স্ফুলিঙ্গ তুর লোচন ধাঁধিয়ে গেলো। তুই কি করলি?
শালা অন্ধ সেজে মুখ ফিরিয়ে নিলি? আকাশ পানে তাকিয়ে
মনে মনে বল্লি, বড় বাঁচা বাঁচালিরে প্রভু। তুরে কে বলেছে
ভগবান উপরে বসে আছে? বুকে হাত দিয়ে দেখতো? তুর
বক্ষে বসে তুর ভীরুতার আফসোস করছে। দ্যাখ; ভালো করে।
তুরে কাপুরুষই তো বলবো।

তুর নজরের চৌহদ্দিতে ণালিকের বুলেটে ধড়ফড়িয়ে মরলো সেদিন এক রিক্সা-চালক;
আর তুই? পালিয়ে এসে আদরের বউকে নিয়ে হিন্দি সিরিয়াল দেখতে বসে গেলি?
ক্যামন বেজন্মারে তুই? গায়ে ল্যাভেন্ডার মেখে তুই এমন ভাব করছিস যেন বাইরে
সব ঠিকটাক আছে? তুরে পুরুষ বলতে আমার ঘেন্না হচ্ছে;
তাই কাপুরুষই বলবো তুরে।

তুর দৃষ্টি থেকে বুরুল দূরত্বেইতো ঘটলো ওইদিনের খোদার আরস কাঁপানো ঘটনা;
নেশাগ্রস্থ ট্রাক চালক এক ফুটফুটে স্কুল বালককে পিষে দিলো নির্মমভাবে!
শালা ট্রাফিক ঘুষ নিয়ে ছেড়ে দিলো খুনীকে! আর তুই হাফিয়ে হাফিয়ে ধেয়ে এসেছিস
নিজের কলিজার টুকরোর কাছে! জড়িয়ে সর্বাঙ্গে আদর করে দিলি। মৃত বালকের
শব জড়িয়ে মা-র অশ্রু-বন্যা আর মাতম তোদের কানের পর্দা নড়াতে পারলো না?
তুরাতো শালা কাপুরুষই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

নিলু বলেছেন: আমাদের এইই ভাগ্য যে ভাই , লিখতে থাকুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: আপনি শুধু লিখতে থাকতে বলেন। ভাল-মন্দ কিছুই তো বলেননা?

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

নিলু বলেছেন: ভালো লাগে বলেই তো , লিখতে বলি , ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.