নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

যে রাতে তুমি পাশে ছিলেনা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫০

যে রাতে তুমি পাশে ছিলেনা; যে রাতে অভিমান করে হাত ছেড়েছিলে
সে রাতে ঘুমুতেই পারছিলাম না! কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে
তবেই বিছানায় গা রাখি; মশার বাপ এসেও যাতে নিদের গায়ে
সুই ফুটাতে না পারে। ঘরের সমস্ত আলোর গুষ্টিকে পুতে ফেলি;
যাতে বিদ্যুতের ছোঁয়া ঘুমে ভাগ বসাতে না পারে। তবু নয়নে
নিদ্র্রার রেশ নেই মোটে। জানালা খুলে দিয়ে বাইরের নিস্তব্ধ আর
ক্লান্ত রাতের সাথে নিঃশব্দ আর বেনামী আড্ডায় মেতে উঠি।
গল্প করতে করতে চোখের পাতা লেগে আসতেই দুঃস্বপ্ন ঠাস
করে থাপ্পড় বসিয়ে দেয় নয়নযুগলের গালে। সে ভয়ে এখন
বিছানায় গা রাখতেই ইচ্ছে করে না। আমি যে স্বপ্নেও তোমার
হাত ছাড়তে চাইনা! তারচে' বরং রজনীর সাথে তোমার-আমার
গপ্পো করি। জোনাকির নাচ দেখে দেখে তোমার আখির ঢঙ মনে
করি। মাঝে মাঝে মদের আরদ মনে হওয়া তোমার চোখের সব
শরাব এক ঢুকে গিলে ফেলি আর রাতভর মাতম করি তোমার ঘোরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

শাহরীয়ার সুজন বলেছেন: বেশ ভালো লাগলো

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২১

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৪

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.