নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

অনুরোধ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

এই মেয়ে;
ওখানে যেয়োনাকো তুমি।
ধরো নাকে হাত ওই পুরুষের।
মেয়ে তুমি;
বলোনাকে কথা তার সাথে।
ছুঁ'তে তোমায় দিয়োনাকে তারে।
হ্যাঁ গো;
তুমি ওভাবে হেসোনাকে কারো সাথে।
বসোনাকো কারো পাশ ঘেষে।
যদি এমন করো;
কি হবে জানো?
আমার ভেতরে জ্বলবে খুব।
মন কাঁদবে অনেক রাত।
তুমি এটাকে আমার ঈর্ষা ভাবো
আর নতুবা ভালবাসাই ভাবো।
সত্যি বলছি;
যদি এমনটা করো;
ভেতরটা আমার হুড়মুড় করে ভেঙে পড়বে।
ধ্বসে যাবে তোমাকে ঘিরে আমার ভালবাসার প্রাসাদ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

মোঃ মুনাব্বির হোসেন বলেছেন: আপনার কবিতাটির সাথে নিচের কবিতাটির দারুন মিল।

আকাশলীনা
–জীবনানন্দ দাশ
সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে – আরো দূরে
যুবকের সাথে তুমি যেও নাকো আর।
কি কথা তাহার সাথে? তার সাথে!
আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজ
তার প্রেম ঘাস হয়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয়ে আজ ঘাস
বাতাসের ওপারে বাতাস—
আকাশের ওপারে আকাশ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: ভাই, এ ভয়ে কবিতা কম পড়ি। যদি পড়তাম তো মিলে যাওয়ার ভয়ে আর লিখতে পারতাম না।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: B:-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৫

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: কি বুঝায়লেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.