নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

সত্যান্ধ

০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

(১)
রাতকানা;
নিশিতে যাহারা চোখে দেখেনা।
জন্মান্ধ;
জনমের পর থেকেই অন্ধ যিনি।
বর্ণান্ধ;
খাস বর্ণের অন্ধ যাহারা।
সত্যান্ধ?
যার নয়নে সত্য দেখে না।
(২)
সেদিন বিকেলে।
মোটে সূর্য ডুবেছে।
আকাশে তার ছেড়ে যাওয়া লোহিত এখনো টহল দিচ্ছে।
কতেক ছেলেপুলে আসলো।
লম্বা চুল। হাতে স্টাম আর কয়েকের হাতে রামদা।
কোন কথা ছাড়াই আবুলের দোকান ভেঙে দিলো।
বাঁধা দিতে গেলে কয়েক ঘা তার ম্যাড়ম্যড়ে শরীরে পরলো।
যে মারলো আবুল তার বাবার বয়েসী হবে।
আমরা সকলে না দেখার ভান করে নিজ কাজে মন দিলাম।
আজ সকালে।
কাক ডাকা ভোর বলা চলে।
দুর্বাঘাসে শিশির বিন্দু এখনো জমে আছে।
একটি মেয়ে পাঠশালাতে যাচ্ছে ঘাসের উপরের শিশির মাড়িয়ে।
কতেক যুবক তার পথ রুখে দাঁড়ালো।
কাঁধে বইয়ের বোঝাবাহী ব্যাগ ঝুলানো।
চোখে পৃথিবীর সবচেয়ে জঘন্য বখাটের আস্ফালন।
যা ইচ্ছে তাই করলো।
আমরা বরাবরই দেখলাম না।
(৩)
আমরা বোধহয়;
সময়ের ব্যবধানে সত্যান্ধ হয়ে পড়ছি একটু একটু করে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

হাসান মাহবুব বলেছেন: কী আর বলার আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.