নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আজ চিত্র পাল্টেছে।

১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১১

আমি কখনো ভাবতে শিখিনি;
কিভাবে কম বয়েসী ছেলেটি রাগী রোদের নীচে ঘুরে বেড়ায়?
উদরফুর্তির জন্যে তার চমড়া পুড়ার গন্ধ নাঁকে নিইনি কখনো।
আমি কখনো অপেক্ষার কষ্ট উপলব্ধি করিনি।
হৃদয়ের গভীরে বেদনা লুকাতে জানতাম না।
এতটুকু কষ্টে হাউমাউ করে কেঁদে উঠতাম।
আজ চিত্র পাল্টেছে।
তোর নেয়া বিরহ-ক্লাসের পাঠের বদৌলতে।
তোর কারণে সব শিখেছি। সব করেছি। তাও তিনশত তিরিশ মিনিটের ক্লাসে!
আজ তোর কলেজ গেইটের সামনে এক নাগাড়ে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে ছিলাম।
রোদের তেজে আমার চামড়া পুড়ার গন্ধ শুঁকেছি। আমার একটুও রাগ হয়নি।
রক্তের ফুটনবিন্দু আবিষ্কার করেছি তপন-তেজে। কিন্তু বিন্দুমাত্র অভিমান হয়নি।
একটুও কান্না আসেনি আমার তোর অবহেলাতে। মনও খারাপ হয়নি একটু।
বরং শ্রদ্ধা বেড়েছে; চক্রবৃদ্ধি হারে বেড়েছে ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.