নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

কুলাঙ্গারের কড়চা ( আত্মসমালোচনা)

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৮

রাজার ঘরে জন্মিনি বলে রাজা হতে পারিনি।
কিন্তু শিক্ষিত আর সম্ভ্রান্ত পরিবারে জন্মেও কেন অশিক্ষিত আর কুলাঙ্গার এ প্রশ্নের সুরাহা মিলেনি আজো।

একটি পরিবারের সবাই ভালো হয়না। এটি রূঢ় বাস্তবতা আর মহাসত্য।
আমার মা-বাবা পৃথিবী সেরা। তাদের জীবনের প্রতিটি অধ্যায় তাই সাক্ষ্য দেই। কিন্তু তাদের ঔরসে আমার মতো কুলাঙ্গার কেন জন্মালো?
আমরা তিন ভাই আর পাঁচ বোন।
আমি বাদে বাকিরা সবাই ধ্রুবতারা। রাতের আকাশে দেদিপ‌্যমান তারকার সাথে তুলনা চলে তাঁদের। সবাই মানুষের মতো মানুষ হয়েছে এক আমি বনেছি অমানুষ। আমার সর্বাঙ্গে কলঙ্ক আর নষ্টামির ছাপ স্পষ্ট। আমি তাদের পরিবারের সদস্য এটাই আমি মানতে পারিনা। মাঝে মাঝে পাশের বাড়ির খালেদা খালার হেসে হেসে বলা কথা মনে পড়ে। "হিমেলের সাথে তোমাদের কারো কিছুর মিল নেই। ওরে হিন্দুপাড়া থেকে পোষ্য এনেছো কিনা?"।

মা'র আদরের পুত্র আমাদের মেঝদা জনাব হাসিবুল ইসলাম। আজচাকরির সুবাধে ঢাকা যাবে। মিস করবো খু্ব। ধ্বল প্রহরে তার কর্মব্যস্ততা আর আমার বাসায় ফিরতে রাত হলে তার জ্বলজ্বলে চোখ আর রহস্যেভরা মৌনতা হৃদয়ে খু্ব তোলপাড় তুলবে।

দুনিযার সব ফালতু আর নষ্ট স্বভাবের নীড় আমি। নিজেকে তাই কুলাঙ্গার ছাড়া কিছুই ভাবতে পারিনা।
(চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.