নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

আমি কথা রাখিনি;

৩০ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৬

অগুণিত বছর আগে
লওহে মাহফুজে সৃষ্টিকর্তাকে কথা দিয়েছিলাম;
স্মরণ থাকবে তার কথা।
আমি সব ভুলে গিয়ে বিধর্মীতে রূপান্তরিত।

আমি কথা রাখিনি।

ইদের ভোরে আদরের ছোট বোন দুর্ঘটনার আঘাতে রক্তাক্ত।
দু:সংবাদটি কানের এ পাশ দিয়ে ঢুকিয়ে ওপাশ দিয়ে বের করে বাতাসে মিলিয়ে দিয়েছি।
রক্তের সম্পর্কের টানে আমার বাক ফিরেনি।

আমি কথা রাখিনি।

বোনের রুধিরাক্ত দেহ কাঁদে ভায়ের ছুটাছুটি; মায়ের মাতম আর পিতার
কপালের কুঞ্চিত ভাঁজ আমাতে বিঁধেনি।আমি রোবটের মতো ছিলাম।
মার আখি জল মুছতে মুছতে কথা দিয়েছিলাম; ডাক্তার হবে তোমার ছেলে।
আমি ডাক্তার হতে পারিনি।

আমি কথা রাখিনি।

ভাই-বোনদের কথা দিয়েছিলাম;
আমি তাদের মুখে চুনকালি মাখবোনা।
আমার চলাফেরাতে তাদের মাথা হেট হয়ে আছে আজ বহুকাল।

আমি পারিনি কথা রাখতে।

জান্নাতের হাতে হাত রেখে বলেছিলাম;
পৃথিবীর কোন রমনী তোমার মোহে জং ধরাতে পারবেনা।
পরমুহুর্তে পথে নেমে যখন কাজলকালো চোখ আমার হৃদয়ে শিকল বাঁধে;
তখন অপরিচিতের হাত ধরে তার লোচনের গভীরতা মাপতে মন আনচান করে।
তার অচেনা রূপে পরিচিত সুখের সুড়সুড়ি দিতে হাত নিসপিস করে।
বলেছিলাম তারে, আমি জীবন দিতে পারি তার জন্যে।
কথা দিয়েছিলাম, তারে না পাইলে বৈরাগী হবো।

সে আমার হয়নি।
আমি অন্য কারো হয়েছি।
বাবা ডাক শুনছি নিয়মিত।

আমি কথা রাখিনি।
আমি; কথা রাখিনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

ডার্ক ম্যান বলেছেন: কেউ কথা রাখে নি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.