নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

অভিমান

২৮ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৭

আজ ক'দিন ধরে অনবরত বৃষ্টি পড়ছে।
তাছাড়া জীবনকে জীবনে রূপান্তরিত করার
ব্যস্ততায় কথা হয়নি তোমার সাথে অনেকদিন।
আজ একটু আমার জন্যে সময় বের করো...

এখনো মধ্যাহ্ণ কিন্তু আকাশ দেখে তা বুঝার জোঁ নেই।
যেন শত বছরের আঁধারকে ধরে এনে এ মধ্যাহ্ণ তার লেবাস বানিয়েছে।
বৃষ্টির বাড়াবাড়ি আধিখ্যেতার কারণে তলিয়ে যাচ্ছে নিম্নভূমি।

প্রেয়সী আর আমি পর্বত চূড়াতে বসে গপ্পো জপছি।
আচমকা সে প্রশ্ন করে, আচ্ছা আমি কি তোমার প্রথম প্রেম?
শুনে ঘোরের তলানি থেকে উঠে আসি আমি। চোখে চোখ রেখে
ভাবছি, সত্যিইকি সে আমার প্রথম প্রেম? অনেক ভাবনার পর তাঁর
লোচনে নয়ন ঢেলে বলি ( যাতে তার মনে না হয় আমি মিথ্যে বলছি।),
না, তুমি আমার প্রথমা নয়; তুমি দ্বিতীয়া। তখন তাঁর চোখের গভীরে
আমি সমুদ্র-সফেন ধেয়ে আসতে দেখেছি অভিমানে।
" কে তোমার প্রথমা হ্যাঁ? আমাকে বলনায়তো কখনো"
নাতিদীর্ঘ জীবনের সুদীর্ঘ ইতিহাসের বরাত টেনে
আর বুকভরা ভালবাসা নিয়ে উচ্চারিলাম তাহার নাম;
শুনো প্রিয়তমা, পদ্য আমার প্রথমা;
কারণ আমি তোমারই বন্দনা লিখে আসছি সেথা প্রাণ ভরে অনাগত কাল থেকে।

তার পর তোমার দন্তবিকশিত হাসি আমাকে ভাসায় আনন্দ হিল্লোলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭

ভালো পোলা বলেছেন: ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.