নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ শব্দেরা

৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৩

আমি আজ রাতভর নিষিদ্ধ পল্লিতে নর্তকীর নৃত্ত দেখিবো।

যে বেশ্যার মাংসপেশির কম্পনে হৃদয়ের গভীরে কাঁপন ধরে;
আমি আজ রাতভর তার বুকের গৌনকুঞ্চনে সুখ খুঁজিবো।

কারণ,
আজ ভালবাসা সব মিথ্যে মায়ার জঞ্জাল।
আজ নারীর চোখে নাটকের নিপল জেগে উঠেছে।
আজ মধুবালার সুদর্শন মুখ নাটকের সংলাপমুখর।

আমি আজ রাতভর বেশ্যাপাড়ায় শরাব-স্নানে মত্ত থাকিবো।

কারণ,
আজ নিজের ঘরে নিজ-অস্তিত্বের বিদ্রোহ।
আজ সহোদরের বুক-পকেট-ভর্তি ভাতৃ হননের নেশা।
আজ কুমারী বোনের ধর্ষিত হওয়ার দৃশ্য চোখে অগ্নি ঢালে।

আমি আজ বাচাল লাগাম-ছেঁড়া।

নিষিদ্ধ ভাবনাগুলো নিষিদ্ধ শব্দদের সাথে নাজায়েজ পিরিতে মজেছে;
তায় বকে যাবো আজ আবুল তাবুল যাহা আসে মুখে পরম উল্লসিত ঘৃণায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: কবিতার বিষয় গভীর। কিন্তু অনেক বানান ভুল আছে।

++++

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মেজদা বলেছেন: কবিতায় বিদ্রোহ খুঁজে পেলাম। ভালই লেগেছে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

গ্রিন জোন বলেছেন: ভাবের গভীরতা ব্যাপক। ভাষায় একটা মোহময়তা আছে.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.