নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইবনে শামস

রায়হানা তনয় দা ফাইটার

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

রায়হানা তনয় দা ফাইটার › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম এবং তনু ম্যাটার নিয়া আলাপ

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

হেফাজতে ইসলাম দেশের সবচেয়ে বড় একটা অংশ নিয়ে গঠিত এটা আমাদের সকলেরই জানা। শাপলা চত্ত্বর - মেলা আমাদের দু''চক্ষু এখনো ভুলে নায়। ছোট বড় সব চিত্রই আমাদের হৃদয়ের দেয়ালে খোদাই করা আছে। আজও চট্টগ্রামে হেফাজত আন্দোলনের ডাক দিয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম রাখার জন্যে। প্রত্যেক মুসলমানই ইসলামকে ভালবাসে। এটা তার আত্মার দাবি। কিন্তু একটা রাষ্ট্রের ক্ষমতা অতোটা সোজা কথা নয়। এ সত্যটা আমাদের চেয়ে আপনারাই ভাল জানেন। রাসুল (সাঃ) এর তেষট্টি বছরের জীবনের বিশ্লেষণ আমাদের চেয়ে আপনারা বেশী করেছেন বলে। শাপলা চত্ত্বরের দিন আপনারা আপনাদের সব হারিয়ে খালি হাতে ফিরেছিলেন। আচ্ছা ওসব কথা থাক। একটা সাওয়াল করি, আল্লাহ নবিকে (সাঃ) জন্মের পর পরই কি ইসলাম প্রচার করতে বলেছিলেন নাকি আগে চল্লিশ বছর ধরে মানুষের হৃদয়ের গভীরে স্থান করে নেয়ার বন্দোবস্ত করেছিলেন? একবার ভেবে দেখুন, চল্লিশ বছর ধরে মানুষের ভাল ভাল করতে করতে তাদের নয়নের পুত্তলি হয়েও সত্য প্রচারের অপরাধে নিজ দেশ ছাড়তে হয়েছিলো। পাথরের আঘাত সহ্য করতে হয়েছিলো। তিনি জন্ম গ্রহণের পর পর কিছু করা ছাড়া দা-ছুরি নিয়ে জিহাদের ডাক দিয়ে বসেন নায়। প্রত্যেকটা কিছুর একটা পরিকল্পনা থাকে। পরিকল্পনা ছাড়া গাছের পাতাও খোদা নাড়ায়না। আপনারা কিসের জোরে মাঠে নামছেন? আল্লাহ ভরসা। এটা আপনাদের চেয়ে রাসুল (সাঃ) এর কম ছিলোনা। দেশের মানুষের জন্যে কি করেছেন আপনারা। গত বছরের শাপলা চত্ত্বরে আপনাদের সাড়া দিতে গিয়ে যেসব নাবালেগ ছেলেরা শহীদ হয়েছে তাদের মায়ের বোকের শোকেও তো এখনো ছায়া পড়েনি স্যার। আর তাদের কেউ হয়তো বেঁচে থাকলে আপনাদের ওনেকের চেয়ে বেশী ইসলামের খেদমত করতে পারতো। এখন বলবেন, ভাই জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে। তুই তো আস্ত একটা নাস্তিক। কওমি মাদ্রাসায় আমিও পড়েছি। কন্জুদ্দাক্বায়েক পর্যন্ত। অনেক ছাত্র যারা চলে গেছে তারা হয়তো এই কিতাবের নামও শুনেনি। তো যা বলছিলাম। আস্তিক কি আর নাস্তিক কি সেটাও আমার অজানা নয়। কারণ "কিতাবুত্তাওহীদ" নামক পুস্তকটি আমিও পড়েছি। উস্তাদের কাছে পড়েছি। নিজে নিজে না। আমি মৌলিক আলোচনা থেকে সরে আসছি।
আপনাদের আগে দেশের মানুষের হৃদয়ের নরম জায়গাটা দখল করুন। তারপর সমাজকে নিয়ে ভাবুন। আস্তে আস্তে বিভাগ নিয়ে কাজ করুন। সব ঠিক করে একদিন দেশকে নিয়ে কাজ করুন। তারপর বিশ্বটাকে বদলানোর কাজে হাত দেন। এক লাফে কখনো দ্বিতীয় তলায়ও উঠা যায়না। এটা হিন্দি সিনেমা না জনাব বাস্তব দুনিয়া।
আমার টাইটেলটা পড়ে অনেকেই হয়তো ভাবছেন হুজুরদের সাথে এই তনুর যোগসাজুসটা কি?
অবশ্যই একটা শক্ত আর কঠিন সম্পর্ক। আজ শুনলাম চট্টগ্রামে মিছিল করেছে হেফাজতে ইসলাম। মানুষের ঢল নেমেছিলো সেখানে। সাধুবাদ জানাই যারা এসেছেন সবাইকে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তনু ধর্ষিত হওয়ার ব্যাপাটা আলোচিত হচ্ছে। আট কি নয় দিন পর এ ব্যাপারটা নিয়ে আজ প্রথম বারের মতো প্রথম আলো এ ব্যাপারটা নিয়ে প্রতিবেদন করছে। দেশের সবচেয়ে উঁচু মানের একটা দৈনিক দেশেরই একটা কু'কাজকে সমাজের সামনে আনতে এতো দিন দেরী করলো কেন? অথচ শাহরুখ খান কিম্বা হৃতি্বক রোশনের দেশ ভ্রমনের কথা মাস খানেক আগে থেক নিউজ করা শুরু করে। তনু মেয়েটা সম্পর্কে গত কয়েকদিন যা পড়লাম তাতে সম্ভ্রাণ্ত মুসলিম পরিবারের কন্যা বলেই ধরে নিতে হবে। তার পোশাক-পরিচ্ছদেও কোন উগ্রভাব ছিলোনা। এই মুসলিম নারী কি আপনাদের দৃষ্টিতে মুসলমান না? খোদার দেয়া প্রাকৃতিক সৌন্দর্য্য অবলোকনের নিমিত্তে বের হওয়াতে? দেশের সব মানুষ যেখানে এই বিচারের দাবি আদায়ে নড়বড়ে অবস্থান নিচ্ছে তখন আপনারা (হেফাজতে ইসলাম) তো আজকের আন্দোলনটা ওর সর্বনাশকারীদের বিচার আদায়ের প্রতিবাদে করতে পারতেন। এতে তো আপনাদের ক্ষতি হতোনা। বরং দেশের বাকি সব্বাইকে চোখে আঙুল দিয়ে বলতে পারতেন, " শালা তোরা মা-বোনদের জন্য কিচ্ছু করতে পারস না। যা করি আমরাই করি। " তখন দেখতেন সব রমনী আপনারা মোল্লাদেরই সাপোর্ট করতো জান-মাল দিয়ে। এর চেয়ে বড় হাতিয়ার কি হতে পারে একটা দেশেরে পরিবর্তনের জন্যে। এই একটা হাতিয়ার দিয়েই তো জাতির পিতা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলো। আপনারা এক এক করে সব সুযোগ হারাচ্ছেন। এর মাশুল আপনাদের দিতেই হবে জনাব।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিজন রয় বলেছেন: হেফাজত তো কোন দোষ করতে পারে না।

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

রায়হানা তনয় দা ফাইটার বলেছেন: মানুষ মাত্রই দোষী

২| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

বিজন রয় বলেছেন: ইসলামের হেফাজতকারীরা কি কোন দোষ করতে পারে!!!

৩| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

গেম চেঞ্জার বলেছেন: রাষ্ট্রধর্ম রাখার যৌক্তিকতা কি সেটাই বুঝতে পারলাম না। এটা আমার ব্যর্থতা।

৪| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

বিপরীত বাক বলেছেন: মাইরের উপর যেমন ওষুধ নাই,
তেমনি চাপাতির উপর কথা নাই।

এটাই হেপাজোদের মুল নীতি। ইডিয়টস।

৫| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

রোষানল বলেছেন: শেষ মেশ লেখাটারে খিচুড়ি বানাইয়া ছাড়লেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.