নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

RajBabu

রাজবাবু

I am a poet.

রাজবাবু › বিস্তারিত পোস্টঃ

আমার বেলাতে ক্ষতি

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

বন্ধ দু'চোখে পদধূলি পড়ে আলোর এখনো বাকী
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিয়েছে ফাঁকি,
নিভে যাওয়া দ্বীপ নিভে যাওয়া মনে কিসের খেলাতে মাতে
মন্ত্র পড়িয়া যন্ত্র হয়েছি, মরিয়াছি অপঘাতে,
দিনে-দিনে তাই দিনহীন হয়ে যাযাবর অনুসারী
অর্ধেক পাপ, অর্ধেক বাকী, পুরোটাই বাড়াবাড়ি,
তবু কিঞ্চিত আলোর লোভেতে এখনো তাকিয়ে থাকি
অন্ধ তমসা ছন্দ হারিয়ে আমাকে দিলো যে ফাঁকি।
-
দুয়ারে দাঁড়ায়ে করেছি আঘাত, ব্যাঘাত করেছে বাধা
বিফল হয়েছে বাঁধন সাধনা, বিফল হয়েছে সাধা,
মনিহার যাহা কন্ঠে জড়ালো, সেই তো হয়েছে ফাঁসি
পলকের মাঝে উধাও হয়েছে কত দাস, কত দাসী,
কভূ কাঁদি কভূ হাসি, কভূ ভেসে যাই অনুরাগে
আমিও আছি, তুমিও আছো, তাহার ছিলো যে আগে,
ভাগে-ভাগে তাই করেছি দু'ভাগ, প্রতি ভাগে কতো ধাঁধাঁ
বিফল হয়েছে সাধনের বাঁধা, বিফল হয়েছে সাধা।
-
মৃত্যুরে তাই মার্জনা করে হইয়াছি সেনাপতি
তোমার বেলাতে প্রতারণা, আর আমার বেলাতে ক্ষতি,
সতি তুমি, আমি সৎ নই, তবু সত্যেরই উপাসনা
অলংকৃত অঙ্গ মাঝারে শূণ্য নির্বসনা,
শেষ বলে যারে করেছি আপন, সেই করে দিলো শেষ
এখনো মুছেনি দু'চোখের জল, এখনো কাটেনি রেশ,
রতিলীলে তাই হারালাম দিশা, বুঝিনি তাহার মতি
আমার বেলাতে শুধু জল, সখি আমার বেলাতে ক্ষতি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

রাজবাবু বলেছেন: ধন্যবাদ। আশীর্বাদ করবেন।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর কবি। শুভেচ্ছা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

রাজবাবু বলেছেন: শুভেচ্ছ। আশীর্বাদ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.