নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসময়ে কিছু না বলা কথা বলতে চাওয়ার ইচ্ছাই লেখায় পথ খুঁজে পায়।

খন্দকার শাহজাহান রাজ

খন্দকার শাহজাহান রাজ › বিস্তারিত পোস্টঃ

সময়ের অভাব কিংবা পুরুষ

২৫ শে জুন, ২০২০ রাত ৮:১২

কতটা হাঁটলাম ভালবাসার পথে-
আসলেই অনেকটা নিচে তলিয়েছি আমি
শীতল হাও্য়ার স্পর্শে।

অনেকটাই দেরী হয়ে গেল আমার।
“গাড়িটা তাড়াতাড়ি চালাও ড্রাইভার”
সকলটাই বৃ্থা হবে এ ভ্রমনের
যদি না বেরসিক ট্রেনটা ধরতে না পারি।

সময়- আমাকে আর বোকা বানিও না প্লিজ
হাতঘড়ি? সেতো কবেই ফেলে দিয়েছি;
সারাক্ষন টিক টিক করেই চলে বেহায়া
বুঝতেই পারে না যে -
একই পথে ভ্রমনে কিছু নতুন থাকেনা।

আর পারছিনা
সময় প্লিজ একটু বিরাম দাও আমায়?
এই সাবও্য়ের আঁধারে একটু জিরিয়ে নিই;
সকল অবসাদ ঝেড়ে।

টিক, টিক, টিক তবুও বেজেই চলে কানে-
(সময় দু’টা ত্রিশ এখন)
মিলন বেলা গত হলো আগেই।

টিক, টিক, টিক তবুও বেজেই চলে কানে-
(সময় তিনিটা ত্রিশ এখন)
সময়- আমাকে আর বোকা বানিও না প্লিজ।

টিক, টিক, টিক তবুও বেজেই চলে কানে
(সময় চারটা ত্রিশ এখন)
একবার এসে দেখা করে যাও
(এসব এখন অর্থহীন অপেক্ষা মাত্র)
এ ক্লান্ত বিষাদ বেলায়!

আমার মনে হলো এখন নয়টা-
যখন দশটার ঘন্টা বাজলো।
সে আর একটু অপেক্ষা করলো না-
সময়ের জানালায় তাকিয়ে আমি;
দেখে যাই তার নিরব প্রস্থান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৮

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম। শুভ কামনা।

২| ২৫ শে জুন, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৩| ২৫ শে জুন, ২০২০ রাত ১১:৪৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.