নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

মধুমিতা

১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৪

আজ আমি কত শান্ত, নিস্তব্ধ, নিরব
যেমন, দিন শেষে বিকেল পৃথিবীকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়

তুমি তো এটাই চেয়েছিলে দেখতে আজ থেকে অনেকদিন আগে?

সেই কতনা চল-চাতুরী তুমার !

কিন্তু আমি কি আর তা মানতাম, নিলাকে ঠিকই আইসক্রিম খাওয়াতাম,আর মিলাকে তো প্রায়ই পাশে বসিয়া মিষ্টি,মিষ্টি কথা বলতাম

তুমি সবই দেখতে,আর শুধু বলতে "আসিফ " আমি তুমাকেই ভালোবাসি '

আর যখন কেম্পাসে বন্ধুদের সাথে আড্ডায় মাঝেমাঝে সিগারেট এ টান দিতাম
তুমি পাশে এসে শুধুই বলতে
"আসিফ" তুমিই আমার সব

এভাবে অনেকদিন চলে গেলো
শেষ হয়ে গেলো আমাদের সেই কলেজ জীবন!

তুমি ছিলে শেষ পর্যন্ত আমার পাশে,

তারপর, তুমিও চলে গেলে, ভর্তি হলে কোনো এক ভার্সিটিতে

আর আমিও, চলে আসলাম সিলেটে

ভর্তি হয়েছিলাম ভার্সিটিতে,কিন্তু সময়ের ঘুর্ণি পাকে উল্টে গেলো আমার পড়া লেখার সপ্ন!
বাস্তবতা আমাকে নামিয়ে আনলো দারিদ্রতার সর্বনিম্ন শিরিতে,
তাই চাকরী নিলাম,এক রিসোর্ট এ।
এখন আর পারিনা, নিলার মত কাউকে আইসক্রিম খাওয়াতে বা মিলার মত কারো সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে!
সময় কোথায়,সকাল ৭টায় জেগে কাপড় ধুই,৪টায় রেডি হই,আর ৯টায় ডিউটি শুরু
ফিরি আবার সেই রাত ৯টায়
তখন তো রাতের খাবার খেতেই ইচ্ছা হয়না,এতো ক্লান্তি আসে,

বসিনা আর বন্ধুদের আড্ডায়!

আজ ৪ বছর হয়ে গেলো!
তুমাকে খুব মিস করছি
বুঝতে পারিনি তুমার সেই
ভালোবাসা প্রবণ কথার অর্থ
"আসিফ "আমি শুধুই তুমাকে ভালোবাসি
তুমিই আমার সব "

আজ বুঝতে পারছি তুমি কতটা ভালোবাসতে আমায়

নিজের কষ্ট বুকে চাপা রেখে তুমি আমাকেই সুখী দেখতে চেয়েছিলে
চিন্তা করতে আমার ভবিষ্যৎ নিয়ে
ভাবতে কখনো কি আমি একটু চিন্তাশীল, শান্ত হব না


দেখো আজ আমি কত শান্ত আর চিন্তাশীল
তুমি কি আসবে ফিরে? আমি বাসবো ভালো তুমায় ঠিক তুমারি মতন করে, (মধুমিতা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৪

নিষ্‌কর্মা বলেছেন: সময়ের কাজ সময়েই করিতে হয়, না হলে পরে পস্তাইতে হয়!

১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৭

রাজিব ওয়াহিদ বলেছেন: হা
এখন তাই মনে হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.