নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের নতুন ভার্সন

১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৫২

--------এই সমাজে কিছু ছেলে আজও আছে
যারা খুব একটা সুযোগ-সন্ধানী হতে পারে না --------------
-------তাই তাঁদের সম্পর্কগুলোর শুরু আর শেষ একই হয়,
ফলে এদের সম্পর্কের ঘনত্বটা খুব কমই,--------------------
-------------যদি কাউকে বন্ধু বলে একবার ডাকে তখন সেই
বন্ধুর সুন্দরী বোনকে বিয়ে করে বন্ধুকে শালা
----------------------------------------------------বলতে পারেনা।

আর যদি কোন মেয়েকে বান্ধবী বলে ডাকে ---------
------------তখন তাকে আর প্রিয়তমা বলতে পারে না
তাঁদের বিবেক কঠিন দেয়াল হয়ে কাজে করে--------


---------------কিন্তু ঐ পাগলুগুলা তো আর বুঝে না যে
বর্তমান সমাজ আর স্থিরগতির ধারায়-------------- ---
---------------------------------------------চলতে চায় না ।
এজন্য তাঁদের জীবনের অনেকটা পথ একা চলতে হয়-----
------------------সবাই এখন পুরাতন কে আপডেট দিয়া
নতুন ভার্সনে আসতে চায়---------------------------------।

তাই সব সম্পর্কের মাঝখানেই একটা পরিবর্তন সৃষ্টি হয়------
---------------------------------------------যাকে বলে ডেবলপিং, ।

বন্ধুর বোন নিজের বোনের মত---------------------
--------------কিন্তু এখন আপডেট দিয়া হয়, বউ আর বন্ধু হয় শালা ,
বান্ধবী হচ্ছে নিজের সব চেয়ে একজন কাছের----------------------
---------------মানুষ যে কিনা মায়ের মত আমাদের সব দুঃখ/কষ্টের
কথা শুনে এবং বুঝে আমাদের পাশে রয়--------------------------
---------------------------- আপডেট দিয়া সে হয়ে যায় প্রিয়তমা ,জান ।

কি অদ্ভুত আমাদের বর্তমান সমাজ-------------------------------------
-----------------------------আর সবাই কিন্তু এই বর্তমান ধারায় চলতেছে
এই আপডেট ভার্সন চলছেও ভালো বটে--------------------------------।

-------------------তাই সেই সেই ছেলেদের বলতেছি, তরাও নিজেদের একটু আপডেট দে , যদিও তরা একটু-আধটু মিথ্যা বলবি বা নির্লজ্জ হবি তাতে সমস্যা কি , ডিজিটাল যোগে তো থাকবি? কি বলিস !----------------------।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ২:০৩

কালের সময় বলেছেন: আবডেট হবে =p~

১২ ই জুলাই, ২০১৫ রাত ২:১৪

রাজিব ওয়াহিদ বলেছেন: আপডেট হবে মসাই
আপ= উপরে [ এখানে নতুন বা উন্নত বুঝানো হয়েছে ]
ডেট= সময়/তারিখ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.