নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

স্বাগতম তোমায়

০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১২

জীবনের সপ্ন গুলো অতি সহজ সরল ছিল....
অথচ ' তার হিসাব মিলাতেই শেষ করে ফেলেছি গুণে গুণে ২১ টি বছর
ফলাফল খুঁজে পাইনি.............
চার পাশে ছিলো আলোড়িত. আর উচ্ছাসিত.....
অথচ ' দ্বীর্ঘ সময় আলোর অপেক্ষায় কাটিয়ে চলেছি নিরবয়ব অন্ধকারে.....
কেনো জানি মনে হয়! এ জীবন নয়.→..... এক মরুভূমির মরিচিকা.....
দূর থেকে স্বর্ণখনি. আর কাছ থেকে জানতে গেলেই... ধুধু বালিচর....
ঘেন্না হয়. তবুও বেচে থাকার সপ্ন দেখি......
এই আশায়-------- একদিন নিশ্চয় কেউ আসবে আমার এই জীবনে, এক প্রদীপ শিকা নিয়ে... আলোকিত হবে জীবন,
তাহলে তুমি কি সেই? যার প্রত্যাগমনে আমি অতৃপ্ত!

♥♥♥♥♥ স্বাগতম ♥♥♥♥♥
→→→তোমায়←←←

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আমিই মিসির আলী বলেছেন: বাহ্।
ভালো লাগলো।

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

রাজিব ওয়াহিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো

৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বিজন রয় বলেছেন: একদিন স্বপ্ন পূরণ হবে।

কবিতায় ++++।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বিজন রয় বলেছেন: কয়েকটি টাইপো আছে।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর , ভাল লাগল ।

৭| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬

বর্ণিল হিমু বলেছেন: ভাই আইসা যাবে..... অপেক্ষায় থাইকেন।

৮| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

রাজিব ওয়াহিদ বলেছেন: ধন্যবাদ সবাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.