নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

নীল অপরাজিতা তুমি জয়ী

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নীল অপরাজিতা
★ তকে একচিমটি রুদ দিয়েছিলাম,তুই তাকে সূর্য্য মনে করলি! নীল অপরাজিতা।
★ সুখের রাজ্যের একফোঁটা জল দিয়েছিলাম! তুই সেটা বিশাল ঝরনাধারা ভেবে স্নান করলি? নীল অপরাজিতা।
★ তকে বুকের এক কোণায় রেখেছিলাম! সেটাকে স্বর্গ দেখলি? নীল অপরাজিতা।
★ তকে একটু ভালবেসেছিলাম! যাকে তুই সম্পূর্ণতার সনদ দিয়ে দিলি? নীল অপরাজিতা।
# ভূল_ করলি নীল অপরাজিতা,
তকে যে
সূর্য্য স্নান করানো বাকি রয়ে গেছে,
ফুরায় নি তর সাথে
সুখের সাগরে ভেলায় বেসে যাওয়ার ইচ্ছাও,
হৃদয়ের মাঝে যে প্রাসাদ গড়েছি সেথায় কে রবে!
শুধু একটু ভালবাসাই নয়,
সারা জীবন "ভালবেসে" যেতে চাই এর কি হবে? # নীল_অপরাজিতা, তুমিই জয়ী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.