নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পরাজিত হইনা, হয় ব্যর্থ হই নয়তোবা শিখি, পরাজয় মানেই তো শেষ, আমি জয়ী হতে চাই, তাই আমার কাছে শেষ তখনি যখন শেষ বলার মতোও কিছু না থাকবে, আর তা হচ্ছে জীবনের সমাপ্তি, আমি চেষ্টা করতে পছন্দ করি, এবং যুদ্ধ আমার প্রিয় সখ, ব্যর্থতা আমার ভালবাসা।

রাজিব ওয়াহিদ

রাজিব ওয়াহিদ › বিস্তারিত পোস্টঃ

মানুষ হওয়ার মন্ত্র

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

আমি যদি মধ্যেবিত্ত না হতাম তাহলে হয়তো সঠিক মানুষ হওয়ার রাস্তা খুঁজে পেতাম না।
আমি যদি কষ্টে না থাকতাম , হয়তো আমি জীবন কি বুঝতে পারতাম না
আমি যদি ব্যর্থ না হতাম , আমি হয়তো পরিশ্রমী হতাম না।
আর আমি যদি অবহেলিত না হতাম তখন হয়তো অপরাধ বোদ আমার মধ্যে জন্ম নিতো না।

#সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে , নিজের রেপটিশন বৃদ্ধির জন্য বর্তমান সমাজে কত মা-বাবাই না তাদের সন্তানদের খারাপ করছেন। এটুকুই বলবো সেই বাবা-মা কে, দয়া করে নিজের সনন্তানদের একটু হলেও অভাব কি বুঝতে দেন, কষ্ট কি অনুভব করতে দেন, যতই ধন সম্পদ থাক, ছেলে-মেয়েকে নিজের উপর আস্তা আর বিশ্বাস জন্মাতে দেন। ছেলে-মেয়েকে মানুষ হতে দেন। আল্লাদে আল্লাদে তাদের জীবনটা নষ্ট করবেন না।
কষ্ট না পেলে কেউ জীবনের মানে বুঝে না, অবহেলা,লাঞ্চনা, আর পরিশ্রম এই গুলা ছাড়া কখনো সঠিক মানুষ হওয়া যায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাস্তবতার সাথে লড়াই করে বড় হওয়াই হলো প্রকৃত বড় হওয়া।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

রাজিব ওয়াহিদ বলেছেন: হ্যা আপনি সত্য বলেছেন! তবে বর্তমান সমাজে কিছু ধনী ব্যক্তি তাদের ছেলে-মেয়েদের বাস্তবতা কি বুঝতেই দেন না, তাদেরকে এই সমাজ আর প্রকৃতি থেকে আলগে রেখে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছেন, যা পরবর্তীতে বুঝা যায়।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

করুণাধারা বলেছেন: খুব ভালো বলেছেন। তবে কিছু কিছু বানান ভুল রয়ে গেছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ।।আপনার বানান ও যতি চিহ্নে মারাত্মক সমস্যা!!!!

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: সত্যিকার মানুষ হতে এই মন্তব্য কাজ করবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.